শহীদ দুই বাঙালি জওয়ানের পাশে দাঁড়াল মেদিনীপুরের সমবায় ব্যাঙ্ক-দুই পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                                                  ছবি-বাপন ঘোষ

Published on: ফেব্রু ১৭, ২০১৯ @ ২৩:১৭

এসপিটি নিউজ, মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারিঃ রবিবার ছিল পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক-এর বিশেষ সাধারণ সভা। আর সেই সভায় দাঁড়িয়ে ব্যাঙ্কের চেয়ারম্যান রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন-জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা আত্মঘাতী জঙ্গি হামলায় শহীদ হওয়া রাজ্যের দুই জওয়ানের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে।

সভার শুরুতেই মন্ত্রী শুভেন্দু অধিকারী, ভাইস চেয়ারম্যান সন্দীপ ঘোষ, ডেরেক্টর প্রদীপ পাত্র, অঞ্জন বেরা  সহ অন্যান্যরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদবেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শুভেন্দু অধিকারী বলেন, পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় রাজ্যের নদিয়া জেলার পলাশি পাড়ার হাঁসপুকুরিয়ার সুদীপ বিশ্বাস ও হাওড়া জেলার বাউডিয়ার চককাশী রাজবংশী পাড়ার বাবলু সাঁতরা শহীদ হয়েছেন। শহীদ দুই বীর সুপুত্রের পরিবারের পাশে আছে বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক। ব্যাঙ্কের পক্ষ থেকে ৫ লক্ষ টাকা করে মোট ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে। তাদের বাড়িতে গিয়ে ব্যাঙ্কের প্রতিনিধিরা এই আর্থিক সাহায্য করবেন।

একই সঙ্গে শুভেন্দুবাবু আরও জানান, বিদ্যাসাগর ২০০ বছর জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে চলতি বছরের ২৯শে সেপ্টেম্বর থেকে টানা এক বছর বিভিন্ন জনকল্যানমূলক কর্মসূচি রূপায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজে খরচ হবে এক কোটি টাকা।

Published on: ফেব্রু ১৭, ২০১৯ @ ২৩:১৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

68 − 61 =