কত কষ্টের কত দুঃখের এইসব বীর শহীদদের জীবন কাহিনি

দেশ
শেয়ার করুন

Published on: ফেব্রু ১৮, ২০১৯ @ ০৯:৩৪

এসপিটি নিউজঃ আমরা বড়ই আবেগ প্রবণ। আমাদের দেশ ভারত খুবই মহান। সারা বিশ্ব একটা কথা এক বাক্যে স্বীকার করে নেয়- ভারতবাসীরা খুব ভালো মনের মানুষ। আমরা নিজেদের মধ্যে যতই দলাদলি কাদা ছোঁড়াছুড়ি করি না কেন আমরা সবাই এক। হিংসা আমাদের মধ্যে থাকলেও তা শুধুই নিজেদের মধ্যে। আমাদের উপর আমাদের দেশের উপর আক্রমণকারীদের উপর দেশের শত্রুদের আমরা হিংসা দেখাই শুধুই গলার জোড়ে। আকারে-ইঙ্গিতে। রাজনীতির ময়দানে। আর সোশ্যাল নেট-ওয়ার্কে। আর এখন নতুন এক সংযুক্তি হয়েছে হাতে মোমবাতি নিয়ে রাস্তায় মিছিল করে। এসবই লোক দেখানো।

এত সব করছি- একবারও কী ভেবেছি আমরা পুলওয়ামায় আমাদের দেশের ওই বীর শহীদ ভাইদের কথা। অক্লে ঝরে গেল এতগুলি ত্রতাজা প্রাণ। কিছুদিন এভাবেই চলবে। এরপর সবাই সব কিছু ভুলে গিয়ে নিজের জগত নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। ভুলে যাবে এই বীর শহীদদের। দু’দিন পর সবাই ভোট যুদ্ধ নিয়ে মেতে উঠবে। তাহলে এই বীর শহীদদের মৃত্যুর বদলা কিভাবে হবে? এই প্রশ্ন উঠছে।

যাদের ঘরের ছেলে-স্বামী-পুত্র-বাবা-ভাই চলে গেছে তাদের বুকের ভিতর যে আগুন জ্বলছে সেই আগুন কি নেভানোর ক্ষমতা আমার-আপনার আছে? আছে তাদের জন্য প্রাণ বলিদান দেওয়ার ক্ষমতা? আছে তাদের জন্য নিজের সব সুখ বিসর্জন দেওয়ার শক্তি? আছে তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক-সামাজিক সাহায্য করার সাহস? একটা ফ্লেক্স তৈরি করে বীর শহীদদের ছবি দিয়ে তাতে দুটো ফুল ছড়িয়ে সর্ব সমক্ষে অনেক কিছু দেখানো যায়, মনে হয়ে আমরা সত্যি কত বড় দেশ প্রেমিক। কত বড় সহমর্মী। কত বড় মানবপ্রেমী।

দয়া করে এসব তামাশা বন্ধ করে এই সব বীর শহীদদের পরিবারের পাশে থাকার ব্যাপারে ইতিবাচক কিছু করার কথা চিন্তা করুন। চিন্তা করুন ১৫ দিনের সদ্যোজাত শিশুকে বুকে আঁকড়ে সমানে কেঁদে চলা মায়ের চোখের জল কিভাবে মোছানো যায়। চিন্তা করুন সেই বিধবা মা যিনি ছেলের প্রতীক্ষায় এখনও পাগলের মতো বকে চলেছেন-“আমার বাবু আসবে বলে গেছে, ও ফিরে আসবেই।” এই বিধবা মায়ের বুকের কষ্ট কিভাবে দূর করা যাবে। সারা দেশ আজ কাঁদছে। আর কিছু মানুষ এসব নিয়ে শুধু লোক দেখানো শোক পালন করে চলেছে। দয়া করে এভাবে আমাদের বীর শহীদ ভাইদের অপমান করার অধিকার আমার-আপনার কারও নেই। দয়া করে কিছু করার কথা ভাবুন।

কিভাবে ওই পরিবারগুলির বুকের ভিতর কুড়ে কুড়ে খাওয়া যন্ত্রণা দূর করা যায় সেকথা ভাবুন। আমরা সংবাদ প্রভাকর টাইমস পুলওয়ামায় শহীদ হওয়া সেইসব মহান বীর সন্তানদের বীরগাঁথা তুলে ধরতে চলেছি আমাদের পাঠকদের সামনে। আপনারা কাহিনিগুলি মন দিয়ে পড়ুন। দেখুন কত কষ্টের কত দুঃখের জীবন হতে পারে আমাদের দেশের জন্য নিজের প্রাণ বলিদান দেওয়া এইসব বীর শহীদদের জীবনকাহিনি।জয় হিন্দ। বন্দেমাতরম। ভারত মাতা কি জয়।

Published on: ফেব্রু ১৮, ২০১৯ @ ০৯:৩৪


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 64 = 70