কিষাণ মাণ্ডিতে নয়া হাট ও অনলাইনে শুল্ক দেওয়ার প্রকল্প চালু বর্ধমানে

Main রাজ্য
শেয়ার করুন

Published on: সেপ্টে ১, ২০১৮ @ ২৩:৫৫

এসপিটি নিউজ, বর্ধমান, ১ সেপ্টেম্বরঃ রাজ্যে কৃষকদের উন্নয়নে শুরু হয়েছে নানা কাজ। তারই অঙ্গ হিসেবে আজ বর্ধমানে অনলাইন শুল্ক দেওয়ার প্রকল্প চালুর পাশাপাশি উদ্বোধন করা হল নয়া হাট। উদ্বোধন করেন রাজ্যের কৃষিজ বিপণনমন্ত্রী তপন দাশগুপ্ত।

রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে গোটা রাজ্যে তৈরি হওয়া ১৮৬টি কিষাণ মাণ্ডিকেই ভালভাবে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ১৩০টি কিষাণ মাণ্ডি চালুও হয়ে গেছে বলে জানান তপনবাবু।একই সঙ্গে অনলাইন শুল্ক দেওয়ার প্রকল্প চালু হয়ে যাওয়ায় পণ পরিবহণকারীদের এবার থেকে সুবিধা হবে। এতদিন তাদের বিভিন্ন চেক পোস্টে গিয়ে শুল্ক দিয়ে আসতে হত। এখন তারা অনলাইনে যে কোনও প্রান্তে বসেই তা দিতে পারবেন বলে জানান রাজ্য কৃষিজ বিপণন দফতরের সচীব রাজেশ কুমার সিনহা।

কিষাণ মাণ্ডিতে চালু হওয়া হাট এদিন আনুষ্ঠানিকভাবে চালু করেন রাজ্যের কৃষিজ বিপণন দফতরের মন্ত্রী তপন দাশগুপ্ত। একই সঙ্গে তিনি এই হাট যাতে স্পতাহে দু’দিনের পরিবর্তে সাতদিন বসে সেই নির্দেশও দিয়ে যান। পাশাপ্পাশি মন্ত্রী হাটুরেদের দাবি মেনে রোদবৃষ্টির হাত থেকে রক্ষা পেতে হাটের পাকাপোক্ত ছাউনি করে দেওয়ার কথাও ঘোষণা করেন। অনুষ্ঠানে রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, রাজ্যের কৃষিজ দফতরের সেক্রেটারি মিতালী বন্দ্যোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন।

Published on: সেপ্টে ১, ২০১৮ @ ২৩:৫৫


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

91 − = 89