১০০ দিনের কাজে সেরার শিরোপা পেল পূর্ব বর্ধমান জেলা

Main রাজ্য
শেয়ার করুন

Published on: সেপ্টে ১, ২০১৮ @ ২৩:৪৬

এসপিটি নিউজ, বর্ধমান, ১ সেপ্টেম্বরঃ নতুন জেলা পূর্ব বর্ধমান। কিন্তু তাতে কি! ১০০ দিনের কাজে তারা যা করেছে বা এখনও করে চলেছে তা সারা রাজ্যে তো বটেই সারা দেশে কেউ তাদের চ্যালেঞ্জ জানাতে পারেনি। ২০১৭-২০১৮ আর্থিক বছরে সারা দেশে জেলাওয়াড়ি সাফল্যের নিরিখে সেরার শিরোপা পেল এই জেলা। এই আর্থিক বছরে গোটা ভারতবর্ষে মোট ২.৯৩ কোটি শ্রমদিবস সৃষ্টি করেছে তাক লাগিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের এই জেলা।

জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, ১০০ দিনের মধ্যে গড়ে ৬৬ দিন কাজ দেওয়া গেছে শ্রমিকদের। গত বছরগুলিতে গড়ে ৩৩দিন কাজ দেওয়া গেছিল। চলতি বছরেও এখনও পর্যন্ত গোটা রাজ্যের মধ্যে ১.৫৪ কোটি শ্রমদিবস সৃষ্টি করে রেকর্ড সৃষ্টি করেছে। গড়ে এখনও পর্যন্ত কাজ দেওয়া গেছে ৪২দিন।

২০১৭ সালের সেপ্টেম্বর মাসে এই প্রকল্পের কাজের নিরিখে বাংলার ৬টি জেলা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম,কোচবিহার এবং জলপাইগুড়িকে মনোনীত করা হয়েছিল। এরপর পূর্ব বর্ধমান এবং কোচবিহার জেলাকে ফিল্ড লেবেল কাজে মনোনীত করা হয়। গত ৩১ মে এবং ১জুন এই দুই জেলার কাজ খতিয়ে দেখতে আসেন কেন্দ্রের অ্যাওয়ার্ড কমিটির সদস্যরা। যেখানে তারা পূর্ব বর্ধমান জেলায় ৯টি ব্লক এবং ১৩টি গ্রাম পঞ্চায়েত পরিদর্শন করেন।

জেলাশাসক জানিয়েছেন, আগামী ১১ সেপ্টেম্বর দিল্লিতে এই পুরষ্কার দেওয়া হবে ।

Published on: সেপ্টে ১, ২০১৮ @ ২৩:৪৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 1