ভারী বর্ষণে প্লাবিত মধ্যপ্রদেশের বহু এলাকা

আবহাওয়া দেশ
শেয়ার করুন

Published on: সেপ্টে ২, ২০১৮ @ ১০:২১

এসপিটি নিউজ ডেস্কঃ কেরলের প্রতিচ্ছবি এবার মধ্যপ্রদেশেও। শনিবারের ভারী বর্ষণে সেখানে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। তিকামগড়ের অর্চ্ছায় সাতার নদীতে জলের স্তর অস্বাভাবিক ভাবে বেড়ে গেছে। ফলে আশপাশের এলাকা প্লাবিত হয়েছে।

রাস্তা ঘাট, স্থানীয় ঘরবাড়ি সব প্লাবিত হয়েছে। বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। লোকজন নিরাপদ আশ্রয়ের খোঁজে যাওয়ার চেষ্টা শুরু করেছে। এ পর্যন্ত মধ্যপ্রদেশের গোয়ালিয়রে গত তিন দিনে ৭০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

সবচেয়ে খারাপ অবস্থা ঘাটিগাও এলাকায়। সেখানে সাঙ্ক নদীর উপর সেতুটি ডুবে গেছে। জল সেতুর পাঁচ ফুট উপর দিয়ে বইতে শুরু করেছে। ফলে আশপেশের সমস্ত গ্রাম প্লাবিত হয়েছে। বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে এইসব এলাকায়। সেতু ডুবে যাওয়ায় আশপাশের ১৫টি গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

Published on: সেপ্টে ২, ২০১৮ @ ১০:২১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 48 = 54