ধূপগুড়ি নতুন মহকুমা হচ্ছে, নবান্নে জানালেন মমতা

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: সেপ্টে ১১, ২০২৩ at ২০:২৬

এসপিটি নিউজ, কলকাতা, ১১ সেপ্টেম্বর: ধূপগুড়ি নির্বাচনের আগে বলেছিলাম মহকুমা হবে সেই মতো তা হবে। ধূপগুড়ি আর বানারহাটের কিছুটা অঞ্চল নিয়ে নতুন মহকুমা হবে। এখন প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে। বিদেশ থেকে ফিরে এসে এটা কার্যকর করে দেব। ধূপগুড়ি শহর, গ্রামীণ, বানবারহাটের কিছুটা নিয়ে ধূপগুড়ি মহকুমা হচ্ছে। এটা আজ সিদ্ধান্ত হয়ে গেছে। আজ নবান্নে এক সাংবাদিক সম্মেলন করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী বল্রন- “আগামিকাল সকালেই স্পেনের উদ্দেশে রওনা হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে এদিন তিনি বলেন- আমরা আগামিকাল সকালেই ফ্লাইট ধরছি। তবে কাল দুবাইতে থাকব। কারণ ওইদিন সরাসরি কোনও ফ্লাইট নেই। পশু দুবাই থেকে আমরা মাদ্রিদ যাব। মাদ্রিদে তিনদিনের প্রোগ্রাম আছে। বিজনেস সামিট আছে। প্রবাসীদের সঙ্গে দেখা করা সহ অনেক প্রোগ্রাম আছে।তারপর ওখান থেকে ট্রেনে করে বার্সিলোনা যাব। সেখানেও দু’তিন দিনের প্রোগ্রাম আছে।এরপর আমরা দুবাই ফিরে একটা মিটিং করব। সেখানেও প্রবাসীদের সঙ্গে মিটিং করব। এরপ ২৩ সেপ্টেম্বর আমরা ফিরে আসব।”

“আমি যাচ্ছি পাঁচ বছর পর। পাঁচ বছর যাওয়ার অনুমতি পাইনি আমরা। যদিও অনেক আমন্ত্রণ ছিল। এখনও অনেক আমন্ত্রণ আছে। কিন্তু বেশি দূরে আমি যেতে চাই না। কারণ এমার্জেন্সি হলে যাতে আমি ফিরে আসতে পারি। স্পেন এবার আমাদের আন্তর্জাতিক বইমেলায় অংশ নিয়েছিল। ওদের প্রিন্ট, ফুটবল খুবই জনপ্রিয়।” যোগ করেন মমতা।

Published on: সেপ্টে ১১, ২০২৩ at ২০:২৬


শেয়ার করুন