কলকাতায় টাফি’র এজিএম-এ কোভিড পরবর্তী সময়ে ভ্রমণ ও পর্যটন শিল্পে নয়া দিশা খুলতে চলেছে

Main কোভিড-১৯ দেশ বিমান ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: মার্চ ১২, ২০২২ @ ২৩:৫৮
Reporter:Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ১২ মার্চ:  কোভিড মহামারির পর ভ্রমণ ও পর্যটনকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া, বিমান পরিষেবাকে কিভাবে আগের মতো জায়গায় নিয়ে আসা যায়, মানুষের কাছে নিরাপদে ও সুরক্ষিতভাবে কিভাবে পর্যটনকে তুলে ধরা যায় এসব নিয়ে একটা সুন্দর ব্যবস্থাপনা আর ভবিষ্যৎ পরিকল্পনা করতেই ট্রাভেল এজেন্টস ফেডারেশন বা টাফি কলকাতায় আগামী মঙ্গলবার ১৫ মার্চ অ্যানুয়াল জেনারেল মিটিং-এর আয়োজন করেছে। পূর্ব ভারতের টাফি’র সদস্য ছাড়াও এই মিটিং-এ আমন্ত্রণ জানানো হয়েছে দেশের সমস্ত প্রতিষ্ঠিত এয়ারলাইন কোম্পানিগুলিকে। থাকছে বিদেশি এয়ারলাইন কোম্পানিও। সব মিলিয়ে ভ্রমণ ও পর্যটনের এক নয়া দিশা খুলতে চলছে কলকাতায় অনুষ্ঠিত টাফি’র এই মিটিং-এ।

২৭ তারিখ থেকে উড়ান পরিষেবা একেবারে স্বাভাবিক হয়ে যাচ্ছে। চালু হয়ে যাচ্ছে আন্তর্জাতিক বিমান পরিষেবাও। দীর্ঘ দু’বছর বাদে ফের চালু হতে যাচ্ছে আন্তর্জাতিক বিমান চলাচল।

টাফি’র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি এজিএম-এর মূল উদ্দেশ্যের কথা

টাফি’র এই মিটিং-এ সেদিকে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। এসপিটি-কে এই খবর দিয়ে টাফি’র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি বলেন- “এজন্য আমরা মিটিং-এ ডেকেছি একাধিক এয়ারলাইন কোম্পানির কর্তা-ব্যাক্তিদের। যাদের সঙ্গে কথা বলে বেরিয়ে আসতে পারে একাধিক পথ। কিভাবে বিমান পরিষেবাকে আগের জায়গায় নিয়ে আসা যায়, কিভাবে পরিষেবাকে আরও সুন্দর করা যায় যেখানে যাত্রী থেকে শুরু করে এজেন্টরাও উপকৃত হবে তা নিয়েও আলোচনা হবে। পাশাপাশি, এয়ারলাইন কোম্পানিগুলি নতুন কিছু পরিকল্পনা করে থাকলে সেটাও জানা যাবে এই মিটিং-এ। এখানে এয়ার ইন্ডিয়ার পাশাপাশি এমিরেটস এয়ারলাইন, ভিস্তারা এয়ারলাইন, ইন্ডিগো, স্পাইস জেট সকলেই থাকছে।”

অ্যাসিগো ইন্স্যুরেন্স কোম্পানি বলবে তাদের কথা

“এই মিটিং-এ থাকছে অ্যাসিগো ইন্স্যুরেন্স কোম্পানি। ট্রাভেল এজেন্টদের কাছে এক নতুন দিক। কারণ, কোভিড মহামারীর সময় দেখা গিয়েছে যে এজেন্টরা অনেক টাকার টিকিট বিক্রি করে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। আগামী দিনে যাতে এই সমস্যার পুনরাবৃত্তি হতে না হয় তার জন্য ইন্স্যুরেন্স-এর দিকে ঝুঁকতে হচ্ছে। এতে যেটা হবে যে কাস্টমারদের যদি টিকিট বিক্রি করার পাশাপাশি ইন্স্যুরেন্স বিক্রি করা যায় তাহলে এজেন্টদের পুরো ক্ষতির সামনে দাঁড়াতে হবে না। কারণ, এই ইন্স্যুরেন্স থেকে কমিশনও আসবে আবার কাস্টমাররাও সুরক্ষিত থাকবেন। এরা একটা স্লাইড শো করবে।” জানান টাফি’র চেয়ারম্যান।

নয়া এয়ারলাইন ‘ফ্লাই বিগ’ জানাতে পারে তাদের নয়া পরিকল্পনা

তবে এই অ্যানুয়াল জেনেরেল মিটিং-এ বিশেষ দিক হল – ভারতের নয়া এয়ারলাইন কোম্পানি ‘ফ্লাই বিগ’-এর উপস্থিতি। আশা করা যায়, এই নয়া কোম্পানি তাদের গামী পরিকল্পনার কথা তুলে ধরবে এই মিটিং-এ। টাফি’র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি বলেন- “এই বিমান কোম্পানি মূলত উত্তর-পূর্ব ভারতে পরিষেবা দিয়ে থাকে। এরা ছোট ছোট জায়গায় চালায়। আগে তারা পূর্ব ভারতে ছিল না এখন তারা এখানে পরিষেবা বাড়াচ্ছে। এখনও দেশের নানা প্রান্তে ছোট ছোট জায়গায় বিমান পরিষেবা নেই। ফ্লাই বিগ সেই শূন্যস্থান পূরণ করার চেষ্টা চালাচ্ছে। এখনও এদের কলকাতা থেকে কোনও উড়ান পরিষেবা চালু হয়নি। আগামিদিনে তেমন কোনও পরিকল্পনা আছে কিনা সেটাও জানা যাবে এই মিটিং-এ।”

Published on: মার্চ ১২, ২০২২ @ ২৩:৫৮


শেয়ার করুন