BTF কলকাতায় নজর কাড়ল ‘মাই হলিডে মেকার্স’, জানাল পর্যটন নিয়ে তাদের পরিকল্পনার কথা

Main দেশ বিদেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: মার্চ ১৩, ২০২২ @ ১১:৫৬
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ১৩ মার্চ:   আজই শেষ হচ্ছে কলকাতায় পর্যটন মেলা। বেঙ্গল ট্যুরিজম ফেস্ট ২০২২। কোভিড মহামারীর জন্য টানা দু’বছর বন্ধ থাকার পর নতুন ভাবে ঘুরে দাঁড়িয়েছে বিটিএফ।পর্যটনকে কে কত নতুন করে তুলে ধরতে চলেছে তারই এক অভিনব প্রদর্শনী দেখল ভ্রমণ প্রিয় মানুষ। আর সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পর্যটনপ্রেমীরা পর্যটন নিয়ে নানা প্রশ্নের উত্তর পেয়ে গেলেন ‘মাই হলিডে মেকার্স’এর স্টলে। ভ্রমণপ্রিয় মানুষের আকাঙ্খা পূরণে নিজেদের সম্পূর্ণভাবে তুলে ধরে বিটিএফ কলকাতায় নজর কাড়ল বাংলার এই জনপ্রিয় পর্যটন প্রতিষ্ঠান।গতকাল তাদের স্টলে আসেন সাইকেলে ভারত ভ্রমণ করা পর্যটক।

ইন্টারন্যাশনাল, ডোমেস্টিক দুই করে থাকে মাই হলিডে মেকার্স

মাই হলিডে মেকার্স-এর কর্ণধার অভিষেক চৌধুরী এসপিটি-কে জানালেন নানা কথা। বললেন- “দু’বছর তো পর্যটন মেলা বন্ধ ছিল। এখন আবার তা শুরু হয়েছে। আমরাও আমাদের মতো করে ফের পর্যটন ব্যবসাকে নতুন ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছি। বিশেষভাবে আমরা আন্তর্জাতিক পর্যটন করে থাকি- ইউরোপ, থাইল্যান্ড, সিঙ্গাপুর এসবই করি।এখনও অনেক দেশ খোলেনি। থাইল্যান্ড, ইজিপ্ট, ইউরোপ খুলে গেছে।আমরা সেভাবেই আমাদের ট্যুর চার্ট তৈরি করেছি।ভ্রমণ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি দেশের অভ্যন্তরেও পর্যটন ব্যবসা করে থাকি। কাশ্মীর থেকে কন্যাকুমারী পুরোটাই কভার করি।”

২৭ মার্চ থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট পুরোপুরি চালু হয়ে যাবে। বাবল ফ্লাইট আর থাকবে না। আশা করা যায়, আস্তে আস্তে অল্প কিছুদিনের মধ্যেই আন্তর্জাতিক বিমান পরিষেবা সারা বিশ্বে স্বাভাবিক হয়ে যাবে।

ভ্রমণপ্রিয় মানুষদের জন্য নিয়ে এ্মএইচএম

ভ্রমণপ্রিয় মানুষদের জন্য ‘মাই হলিডে মেকার্স’ নিয়ে এসেছে সুসংবাদ। সেকথাই জানালেন কোম্পানির কর্ণধার অভিষেক চৌধুরী। তিনি বলেন- ” ২০২২ আমাদের কোম্পানি ১৫ বছরে পড়ছে। আগামী ১৪ মে তে আমাদের ১৫ বছর সম্পূর্ণ হবে। সেজন্য আমাওরা একটা পরিকল্পনা করেছি- তা হল, গত ১৫ বছরে আমাদের যত কাস্টমার আমাদের সাপোর্ট করেছে, আমাদের ব্যবসা দিয়েছে তাদের জন্য আমরা একটা স্পেশাল হ্যাম্পার্স বানিয়েছি। সেটা আমরা তাদের পাঠাবো। দ্বিতীয়ত, আমরা যেভাবে নতুন কিছু সৃষ্টিশীল কিছু করে থাকি সেভাবে আমরা কিছু ইউনিক প্রমোশন প্যাকেজ তৈরি করছি, যাতে কোভিডের পর বাড়িতে আটকে থাকা যারা বেরোতে আগ্রহী তাদেরকে নতুন করে কিছু দিতে। যাতে তারা বাড়ি থেকে বেরিয়ে পড়তে পারে।পৌঁছতে পারেন তাদের পছন্দের পর্যটনস্থলে।”

জরুরী চিকিৎসা করাতে যাওয়া মানুষদের জন্য বিশেষ পরিকল্পনা

নতুন পরিকল্পনার কথা বলতে গিয়ে অভিষেক জানালেন- ” কিছু ক্ষেত্রে আমরা নতুন কিছু চালু করতে চলেছে। যেমন ধরুন প্রমোশনাল টিকিট- অনেকেই করে থাকেন। তবে আমাদের বিষয়টি একটু ইউনিক হবে। যারা মেডিক্যাল ট্রিটমেন্ট করতে মুম্বই, দিল্লি, চেন্নাই কিংবা ভেলোর যায় তাদের এমারজেন্সিতে প্রচুর প্লেনের টিকিট লাগে।অল্প দিনের মধ্যে তাদের টিকিট কিনতে হয়।টিকিটের দাম পড়ে যায় সাত থেকে আট হাজার টাকা। সেখানে আমরা চেষ্টা করি তাদের তিন থেকে চার হাজার টাকার মধ্যে টিকিট তুলে দেওয়ার।সেজন্য আমরা তদের জন্য আগে থেকে টিকিটের একটা অংশ তুলে রাখি। এক্ষেত্রে তাদেরও অনেক টাকা সাশ্রয় হবে। তবে এক্ষেত্রে তাদের চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে হবে। আমরা সবটা দেখে তাদের হাতে অল্প মূল্যে টিকিট দিতে পারব।”

ডোমেস্টিক ট্যুরিজমে এগিয়ে রাজস্থান, সিকিম

“এই মুহূর্তে সারা দেশে ডমেস্টিক ট্যুরিজম-এ যে রাজ্যগুলির খুব চাহিদা আছে তার মধ্যে প্রথমেই চলে আসবে রাজস্থান। গোয়া একটা ইউনিক ডেস্টিনেশন। আন্দামান, সিকিম খুবই জনপ্রিয়। এখন এর প্রচন্ড চাহিদা। এখন উত্তর সিকিমের দিকে মানুষের টান আছে। গুরুদোংমোর লেক, ইউংথাং ভ্যালি খুবই চাহিদা। মানুষ ছুটতে শুরু করে দিয়েছে। কাশ্মীরেও চাহিদা আছে। গুজরাটেও মোটামুটি চাহিদা আছে। হায়দরাবাদ সহ দক্ষিণের রাজ্যগুলি যেমন থাকে তেমনই আছে। মানুষ যাচ্ছে।”

পুজোর মরশুমের কথা ভেবে কিছু পরিকল্পনা

“আমরা পুজোর মরশুমের কথা ভেবে কিছু পরিকল্পনা করেছি। আমরা যেটা করেছি তা হল, কোনও ঋণ না নিয়ে আমরা সেই ব্যবস্থা করেছি। ২ অক্টোবর আমরা রাজস্থান, আন্দামান ট্যুর করছি। এই ট্যুরে নিতে চাইলে তাদের এখনই ৫,৫০০টাকা দিয়ে বুকিং করতে হবে। এজন্য তারা প্রতি মাসে তিন হাজার কিংবা ৫ হাজার টাকা করে পরিশোধ করতে পারেন। এজন্য তাদের নির্দিষ্ট তারিখ থাকছে না। এজন্য তাদের অতিরিক্ত টাকাও দিতে হচ্ছে না। এটা শুধুমাত্র ভ্রমণপ্রিয় সব ধরনের মানুষের কথা ভেবেই করা হয়েছে যাতে তাদের একবারে পুরো টাকা দেওয়ার বোঝা না চাপে।” বললেন এমএইচএম-এর কর্ণধার অভিষেক চৌধুরী।

তিনি জানান- “আমরা আমাদের ট্যুর সবসময় গুণগত মানের দিকে বজায় রেখে চলি। এজন্য আমাদের সুনাম আছে। আমরা থ্রি-স্টার হোটেলে তুলি।সেভাবেই আমাদের ট্যুর অপারেট হয়ে থাকে।”

Published on: মার্চ ১৩, ২০২২ @ ১১:৫৬


শেয়ার করুন