গৌর পূর্ণিমাঃ মায়াপুর ইসকনে চলছে শ্রীচৈতন্য নহাপ্রভুর আবির্ভাব উৎসব

Main দেশ ধর্ম রাজ্য
শেয়ার করুন

Published on: মার্চ ১২, ২০২২ @ ২০:০৯

এসপিটি নিউজ, কলকাতা, ১২ মার্চ: এক মাস ধরে মায়াপুর ইসকনে চলছে শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব উৎসব। কোভিড বিধি মেনেই এই উৎসব চলছে মহাসমারোহে। ঐতিহ্য ও রীতি মেনে এই উৎসব এক বিশেষ মাত্রা পেয়েছে।

মায়াপুর ইসকনের পক্ষ থেকে জানানো হয়েছে যে গত ২৪ ফেব্রুয়ারি মহাপ্রভু শ্রীচৈতন্যের আবির্ভাব উৎসব শুরু হয়েছে। তবে আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে ১ মার্চ।তার আগে ২৫-২৮ মার্চ পর্যন্ত হয়েছে শ্রাবণ উৎসব মেলা। এরপর ২ থেকে ৫ মার্চ পর্যন্ত হয়েছে ছোট রাধামাধব বিগ্রহের সুদর্শনার সুবর্ণ জয়ন্তী উৎসব। হয়েছে মায়াপুর ইসকনের ভজন কুটির তার প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী উৎসব। ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে নবদ্বীপ মন্ডল পরিক্রমা। কীর্তন মেলা হয়েছে ১১ থেকে ১৪ মার্চ।

এছাড়াও শ্রীশ্রী রাধা মাধব নৌকা উৎসব, হাতি শোভাযাত্রা, শান্তিপুর উৎসব, ভগবান জগন্নাথের শোভা যাত্রা, গঙ্গা পূজা এবং জগন্নাথ মিশ্র উৎসব হল এই চমৎকার উৎসবের মূল অনুষ্ঠানগুলি।

মায়াপুর ইসকনের থেকে বলা হয়েছে- ভগবান শ্রী কৃষ্ণ, ১৪৮৬ খ্রিস্টাব্দে নবদ্বীপে শ্রীচৈতন্য মহাপ্রভু হিসাবে গুপ্ত-অবতারে আবির্ভূত হন এবং সংকীর্তন আন্দোলন শুরু করেন- পবিত্র নামগুলির সমবেত জপ।এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলির মধ্যে একটি কারণ এটি শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাবকে চিহ্নিত করে, যিনি স্বয়ং পরম ভগবান শ্রী কৃষ্ণ ছাড়া অন্য কেউ নন। তিনি এই অধ্যার্য ধাম-শ্রী মায়াপুরে, সর্বশ্রেষ্ঠ, এমনকি সর্বাপেক্ষা পতিতও!

Published on: মার্চ ১২, ২০২২ @ ২০:০৯


শেয়ার করুন