আমাকে খুন করার জন্য সুপারি দেওয়া হয়েছে-টিভি চ্যানেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাঞল্যকর অভিযোগ

দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: মে ১১, ২০১৮ @ ২৩:৪৪

এসপিটি নিউজ ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে গোটা রাজ্যে শোরগোল পড়ে গেছে। শুক্রবার সন্ধ্যায় এক সর্বভারতীয় বাংলা নিউজ চ্যানেলের স্টুডিওয় বসে তিনি যা শোনালেন তা নিয়ে পঞ্চায়েত ভোটের আগে উদ্বেগ তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, “আমাকে খুন করার লোক লাগানো হয়েছে, যাকে বলে সুপারি দেওয়া হয়েছে। খুন করার চক্রান্ত চলছে।”

কারা এটা করছে তার জবাবে মুখ্যমন্ত্রী বলেন, এটা আপনাদের নতুন করে বলা কি আছে। আপনারা তো জানেন, এটা কাদের কাজ হতে পারে। তিনি বলেন, “আমাকে খুন করারা জন্য দুষ্কৃতীদের হাতে টাকাও তুলে দেওয়া হয়েছে। আমার বাড়ি রেইকিও করে গেছে। পুলিশ-প্রশাসনের কাছে এর সবরকমের রিপোর্ট আছে।”

মমতা টিভি চ্যালেনকে আরও বলেন, পুলিশের কর্তারা আমাকে একাধিকবার ভবানীপুরের বাড়ি বদল করার কথা বলেছেন। কিন্তু তিন রাজী হননি। মানুষের কাজ করাই তাঁর একমাত্র ধ্যান-জ্ঞান। তিনি কোনওকিছুতেই ভয় পান না।

ওই টিভি চ্যানেলের সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, তাঁর অবর্তমানে দলের কোন দায়িত্বে কে থাকবে তিনি তারও উইল করে দিয়েছেন।

এর আগে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। প্রতিবারই তিনি সেই প্রাণঘাতী আক্রমেণের সঙ্গে মোকাবিলা করে বেঁচে ফিরেছেন।আর সেসবই ছিল অতর্কিতে। কিন্তু এবারেরটা তিনি ইতিমধ্যে জেনে গেছেন। পুলিশ প্রশাসন তাঁকে ইতিমধ্যে এব্যাপারে যে সতর্ক করে দিয়েছে এদিনের চাঞ্চল্যকর অভিযোগের মধ্যে তারই ইঙ্গিত মিলল।

এখন দেখার বিষয়, মুখ্যমন্ত্রীর এই চাঞ্চল্যকর অভিযোগ পাওয়ার পর রাজ্যের গোয়েন্দা পুলিশ প্রশাসন কি শেষ পর্যন্ত সেই ‘সুপারি’ অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ অনুযায়ী যে বা যারা সেই ঘাতককে টাকা দিয়েছে তাকে কি ধরতে পারবে? মুখ্যমন্ত্রীর এই অভিযোগের পর এটা কিন্তু পুলিশের কাছেও একটা বড় দায়িত্ব এসে গেল। ছবি-গুগল

Published on: মে ১১, ২০১৮ @ ২৩:৪৪


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + = 20