Thai Smile: ২০ মার্চ থেকে কলকাতা-ব্যাঙ্কক উড়ান পরিষেবা চালু, ২৮ মার্চ থেকে হতে পারে প্রতিদিন

Main অর্থ ও বাণিজ্য এসপিটি এক্সক্লুসিভ দেশ বিমান ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ১৮ মার্চ:   যারা ব্যাঙ্কক যাওয়ার কথা ভাবছেন তাদের জন্য সুখবর। থাই স্মাইল এয়ারলাইন্স কোম্পানি গত ২০ মার্চ থেকে তাদের নয়া যাত্রা শুরু করছে কলকাতা থেকে। এখন চলছে সপ্তাহে পাঁচদিন। তবে সব কিছু ঠিকঠাক থাকলে ২৮ মার্চ থেকে প্রতিদিন কলকাতা-ব্যাঙ্কক রুটে সরাসরি উড়ান পরিষেবা চালুর সম্ভাবনা আছে।সম্প্রতি কলকাতায় ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (টাফি)-র অ্যানুয়াল জেনারেল মিটিং-এ আমন্ত্রিত হয়ে আন্তর্জাতিক উড়ান পরিষেবার চালুর বিষয়ে এই নয়া উড়ান পরিষেবার খবর দিলেন বার্ড ট্রাভেলস-এর সেলস ম্যানেজার সমীর ভৌমিক।এই সংস্থাটি এখানে থাই স্মাইল এয়ারলাইন্সকে প্রতিনিধিত্ব করছে।

টাফি’র এজিএম-এ সক্রিয় চেয়ারম্যান অনিল পাঞ্জাবি

টাফি’র এজিএম-এ থাই স্মাইল-এর উড়ান পরিষেবার বিষয়ে সমীর ভৌমিককে বলার সুযোগ করে দেন টাফি’র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি। কলকাতা থেকে যত এয়ারলাইন্স কোম্পানি তাদের পরিষেবা দিয়ে থাকে তাদের সকলের সঙ্গেই যোগাযোগ রেখে চলেন তিনি। গত দু’বছরে যখন আন্তর্জাতিক উড়ান পরিষেবা বন্ধ ছিল যখন বাবল ফ্লাইট চলছিল তখনও যাতে কলকাতা থেকে অতিরিক্ত ফ্লাইট পরিষেবা চালু করা যায় তারও চেষ্টা চালিয়ে গিয়েছেন অনিল পাঞ্জাবি। দু’দিন আগে তাই তাফি’র এজিএম-এ তিনি প্রায় কম-বেশি সমস্ত এয়ারলাইন্সের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছিলান, যাতে তারা তাদের নয়া পরিষেবার কথা তুলে ধরতে পারে। ঠিক সেভাবেই সেদিন থাই স্মাইলের বিষয়ে নয়া সুখবর দিলেন সৌমিত্রবাবু।

থাই স্মাইলে টিকিটের মূল্য

সংবাদ প্রভাকর টাইমস বা এসপিটি-কে টাফি’র এজিএম-এ উপস্থিত হয়ে একান্ত আলাপচারিতায় সমীর ভৌমিক বলেন- “ব্যাঙ্কক এখন খুব জনপ্রিয় ডেস্টিনেশন দক্ষিণ-পূর্ব এশিয়ায়। থাই স্মাইল এয়ারলাইন্স ২০ মার্চ থেকে সপ্তাহে পাঁচদিন কলকাতা-ব্যাঙ্কক সরাসরি উড়ান পরিষেবা চালু করছে, তবে আগামী ২৮ মার্চ থেকে প্রতিদিন চালু হতে পারে। এই উড়ানে ব্যাঙ্ককের যে টাইমিং তা খুবই ভাল টাইমিং। এমনকি এই উড়ানে টিকিটের মূল্যও সবদিক থেকে সেরা।”

কলকাতা-ব্যাঙ্ককের উড়ান পরিষেবার সময়-সূচী

কলকাতা থেকে সপ্তাহে পাঁচ দিন ডিপারচার। ২৮ মার্চ থেকে ডেইলি হয়ে যাবে এই ফ্লাইট। সপ্তাহে পাঁচদিন চলবে। কলকাতা থেকে চলবে সোমবার, বুধবার, শুক্রবার, শনিবার ও রবিবার। রাত ১টা ৫৫ মিনিটে কলকাতা থেকে ছেড়ে যাবে থাই স্মাইল-এর উড়ান। আর ব্যাঙ্ককে পোঁছবে সকাল ৫টা ৫৫মিনিটে। আবার ব্যাঙ্কক থেকে কলকাতায় আসছে মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি ও রবিবার। ব্যাঙ্কক থেকে ছাড়বে রাত ১১টা ৩৫ মিনিটে। আর কলকাতায় পৌঁছবে রাত ১২ টা ৪০ মিনিটে।

কোথায় পরিষেবা দিয়ে থাকে থাই স্মাইল

সমীর ভৌমিক বলেন- “থাই স্মাইল হল থাই এয়ারলাইন্সের সহায়ক এয়ারলাইন্স। থাই এয়ারওয়েজের যেমন দূরবর্তী জায়গায় পরিষেবা প্রদান করে থাকে অর্থাৎ অনেক দূরে দূরে ফ্লাইট যায় আর থাই স্মাইল যায় নিকটবর্তী জায়গায়, যেমন প্রতিবেশী দেশ – ভারত, নেপাল, কম্বোডিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর, হংকং-এ তারা পরিষেবা দিয়ে থাকে। তবে থাইল্যান্ডের ভিতর এদের নেটওয়ার্ক খুব ভাল।”

থাই স্মাইল কেমন ধরনের এয়ারলাইন্স

বর্তমানে কলকাতা থেকে সরাসরি ফুকেট যাওয়ার কোনও ফ্লাইট নেই।এই প্রসঙ্গে সমীরবাবু বলেন- “তবে থাই স্মাইল ২০ ফেব্রুয়ারি থেকে বম্বে-ফুকেট চালু করেছে। তবে ভবিষ্যতে চালু হয়তো হতে পারে। তবে এই মুহূর্তে আমাদের কাছে কোনও খবর নেই। তবে এখন ব্যাঙ্কক-এর খুব চাহিদা ছিল ট্রাভেল ইন্ডাস্ট্রিতে। এটা হচ্ছে 320AS, এখানে ১৬২টি মতো সিট আছে। এটা তিন-তিন সিটের ফ্লাইট। এখানে ইকোনমি ক্লাস আর প্রিমিয়াম ইকোনমি ক্লাস আছে। এই ফ্লাইটে সুবিধা হচ্ছে এতে ভাড়া কম। মাত্র ১৫ হাজার ৮৫ রুপি। ব্যাগেজ সাপোর্ট ৩০ কেজি ইকোনমিতে আর প্রিমিয়াম ইকোনমিতে আছে ৪০ কেজি। খাবারের পয়সা ধরা থাকছে।”


শেয়ার করুন