বৌভাতে রক্তদান শিবির, কেশপুরের নব দম্পতির নবজীবনের শুরুতেই এক অনন্য নজির

এসপিটি এক্সক্লুসিভ রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                        ছবি-রামপ্রসাদ সাউ

Published on: মে ১২, ২০১৮ @ ২০:০৫

এসপিটি নিউজ, কেশপুর, ১২মেঃ বিয়ের অনুষ্ঠান মানেই আনন্দ, হৈ-হুল্লোর আরও কত কী!কিন্তু এভাবেও যে নিজেদের নতুন বিবাহিত জীবনের সূচনা করা যায় তা ক’জন ভাবে? কেশপুরের নব-দম্পতির জীবনে ঘটে গেল এমনই এক অনন্য নজির। বৌভাতের প্রীতিভোজের অনুষ্ঠানের সকালে বিয়ে বাড়িতেই আয়োজন করা হয় এক রক্তদান শিবিরের। ভোট আর গরমের জন্য এখন রক্তের সংকট চলছে। এটা তারই একটি ছোট্ট প্রয়াস। যেখানে রক্ত দিলেন বৌভাতে আগত অতিথি সহ গ্রামের মানুষজনেরাও। কেশপুরের রাউতা গ্রামে প্রণব কলার বৌভাতে এমন অভিনব রক্তদান শিবিরকে সার্থক করে তুলতে এগিয়ে আসে মেদিনীপুর কুইজ কেন্দ্রে ও রাউতা সূর্যতোরণ ক্লাব।

শুক্রবার প্রণব বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ঘাটালের খড়ারের বাসিন্দা জয়দেব মাজীর কন‍্যা পাপিয়ার সঙ্গে।শনিবারের এই শিবিরে মোট ১৭জন রক্তদান করেন, যার মধ্যে দু’জন মহিলাও ছিলেন।গৃহকর্তা সুদর্শন কলা ও গৃহকর্ত্রী শিবানী কলা উপস্থিত সবাইকে অভিনন্দন জানান।এই মহতী রক্তদান শিবিরের সূচনা করেন জেলামুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃগিরিশচন্দ্র বেরা। প্রথম রক্ত দাতা হিসেবে রক্তদান করেন ভল্যান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক জয়ন্ত মুখার্জি। এই শিবিরে বিশেষ রক্তদাতা হিসেবে উপস্থিত ছিলেন রাজ‍্যের দৃষ্টিহীন ক্রিকেট দলের সদস্য অরবিন্দ পাত্র।পাত্র।রক্তদান সংগ্রহে এগিয়ে আসে মেদিনীপুর সদর হাসপাতালের ব্লাড ব্যাংক।

পরিবারের পক্ষে প্রণবের দাদা প্রশান্ত কলা বলেন, এই সামাজিক কাজে পরিবারকে যুক্ত করতে পেরে ভাল লাগছে। আর নবদম্পতি প্রণব ও পাপিয়া জানান, এই রকম একটি সামাজিক দায়বদ্ধতার মধ্য দিয়ে নিজেদের নতুন জীবন শুরু করতে পেরে খুব আনন্দ হচ্ছে, এটা সারাজীবন মনে থাকবে।

মুখ‍্য স্বাস্থ্য আধিকারিক গিরীশবাবু এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়ে, সামাজিক এই কর্মকাণ্ডে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানান। রক্তদাতাদের হাতে মেদিনীপুর কুইজ কেন্দ্রের পক্ষ থেকে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয় উপহার হিসেবে।

Published on: মে ১২, ২০১৮ @ ২০:০৫

 

 

 

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 57 = 66