আগামী ৩০ জুন পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বৃদ্ধির সম্ভাবনা

Main আবহাওয়া কোভিড-১৯ দেশ
শেয়ার করুন

Published on: জুন ২৯, ২০২২ @ ০০:২৬

এসপিটি নিউজ: দক্ষিণবঙ্গে এখনও সেভাবে বৃষ্টির দেখা না মিললেও উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু প্রবল বৃষ্টিপাতের ধারা অব্যাহত আছে। আবারও উত্তরবঙ্গে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টিপাত অব্যাহত আছে। গতকাল থেকে ফের নতুন করে বৃষ্টি শুরু হয়েছে। দার্জিলিং থেকে শুরু সমতলে দুই দিনাজপুর পর্যন্ত বিস্তীর্ণ এলাকাজুড়ে সমানে বৃষ্টি হয়ে চলেছে। আগামী ৩০ জুন পর্যন্ত এই জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমে উত্ত্রপ্রদেশ থেকে পূর্ব্দিকে বিহার, উত্তরবঙ্গ ও সিকিমের উপর দিয়ে পূর্ব আসাম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখার গড় সমুদ্রপৃষ্ঠে অবস্থান এবং সেই সঙ্গে বঙ্গোপ্সাগর থেকে প্রচুর জলীয় বাষ্পের অনুপ্রবেশের কারণে ২৮-৩০ জুন ২০২২ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা আছে।

লাল সতর্কতা

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ২৮ জুন লাল সতর্কতা জারি করা হয়। এই জেলাগুলিতে এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে।আজ ২৯ জুন একইরকম্ভাবে এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

কমলা সতর্কতা

কোচবিহার ও আলিপুরদুয়া জেলায় দু’এক স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই জেলাগুলিতে আজ কমলা সতর্কতা জারি করা হয়েছে।

Published on: জুন ২৯, ২০২২ @ ০০:২৬


শেয়ার করুন