ইসকন মায়াপুরে রথযাত্রায় মূল আকর্ষণ পুরীধাম থেকে আনা বলভদ্রের রথের চাকা ও চালচিত্র

Main কোভিড-১৯ দেশ ধর্ম ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: জুন ২৯, ২০২২ @ ০৯:৪৭

এসপিটি নিউজ, কলকাতা, ২৯ জুন: রথযাত্রার আর মাত্র এক দিন বাকি।ইসকন মায়াপুরে এখন সাজো সাজো রব। মহাপ্রভু জগন্নাথ দেব তাঁর দাদা বলভদ্র ও বোন সুভদ্রাকে নিয়ে আসবেন রাজাপুর গ্রাম থেকে ইসকন মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরে। এখন তাই প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। করোনা মহামারীর জন্য গত দুই বছর এই রথযাত্রা উৎসবে সেভাবে ভক্তের দল যোগ দিতে পারেনি। এবার তাই মনে করা হচ্ছে দেশের নানা প্রান্ত থেকে এখানে ভক্তদের ঢল নামবে।বিশেষ করে এবার মায়াপুরে ইসকনের রথযাত্রা আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে চলেছে। কারণ, এবার শ্রীক্ষেত্র পুরী ধাম থেকে ব্লভদ্রের রথের চাকা এবং চালচিত্র নিয়ে আসা হয়েছে। সর্বসাধারণের দর্শনের জন্য রাখা হয়েছে অস্থায়ী মাসির বাড়ির সামনে।

মায়াপুর ইসকনে রথযাত্রা্র নির্ঘণ্ট

ইসকন মায়াপুরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন- এ বছর ১ জুলাই শুক্রবার রাজাপুর জগন্নাথ মন্দির থেকে শুরু হবে রথযাত্রা। ৫ কিলোমিটার পথ অতিক্রম করে রথ যাবে চন্দ্রোদয় মন্দির ইসকন মায়াপুরে। উলটোরথ ৯ জুলাই শনিবার পুনরায় রথ ফিরে যাবে রাজাপুরে। এই ন’টি দিন অর্থাৎ ৯ জুলাই পর্যন্ত মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে (অস্থায়ী মাসির বাড়িতে) চলবে ৫৬ ভোগ, দীপ দান, জগন্নাথ অষ্টকম পাঠ এবং বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম ও সর্বসাধারণের মধ্যে প্রসাদ বিতরণ।

রথযাত্রাকে কেন্দ্র করে মহামিলন

প্রতি বছর ইসকন প্রধান কার্যালয় মায়াপুরের রথযাত্রা উৎসব যথাযথ মর্যাদা ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়। রাজাপুর গ্রামে রয়েছে জগন্নাথ মন্দির। সকাল সন্ধ্যায় এই প্রশান্ত পল্লীতে শোনা যায় আজান ও সংকীর্তনের শব্দ। মানুষের মহামিলনের উত্তম ক্ষেত্র এই গ্রাম। পরস্পর পরস্পরকে আপন করে নেয় এই গ্রামের মানুষ। সুখে, দুঃখে, উৎসব-অনুষ্ঠানে মিলেমিশে একাকার হয়ে যায়, ভুলে যায় জাত-পাত অনুশাসনের মিথ্যা বেড়াজাল। একে অপরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। প্রতি বছর রথযাত্রাকে কেন্দ্র করে মহামিলন ঘটে সকলের।

এক সূত্রে বেঁধে দেয় রাজাপুর মায়াপুর ইসকন মন্দিরের রথযাত্রা

জগন্নাথ। জগতের নাথ। সকলের নাথ। সকলের ভালো লাগা এবং ভালোবাসার একমাত্র পাথেয়। রথযাত্রার দিনই তিনি সিংহাসন বেদী থেকে নেমে আসেন রাজপথে। কেননা তিনি যে ভক্তবৎসল। ভক্তের মনোবাঞ্ছা পূরণের জন্য দর্শন স্পর্শনের জন্য সকলের কল্যাণের জন্য তাঁর এই পন্থার অবলম্বন। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য তাঁর কাছে অবারিত দ্বার। রথযাত্রার দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এতদ অঞ্চলের অধিবাসীবৃন্দ। বাড়িতে বাড়িতে ভিড় উপচে পড়ে রথের দিনগুলিতে। সকলেই চান রথের রশিতে টান দিতে, প্রণামজানাতে, প্রসাদ পেতে।সকলকে এক সূত্রে বেঁধে দেয় রাজাপুর মায়াপুর ইসকন মন্দিরের রথযাত্রা।

উদ্বোধনে থাকবেন যিনি

মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান- কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ রথের উদ্বোধন করবেন।

রথযাত্রার শোভাযাত্রায় থাকবে

প্রেস বজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা অয়েছে- প্রশসান্ত পল্লী-রাজাপুর, শ্রী জগন্নাথদেবের ক্রিপায় বররমানে রথযাত্রাকে কেন্দ্র করে আন্তর্জাতিক রূপ পেয়েছে। রথযাত্রায় হাজার হাজার ভক্তবৃন্দের জয় জগন্নাথ ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত। জগন্নাথ, বলদেব ও সুভদ্রাদেবীর জন্য নির্ধারিত তিনটি সুসজ্জিত রথ এগিয়ে চলবে। রথযাত্রার শোভাযাত্রায় থাকবে বিভিন্ন ট্যাবলো, আদিবাসী নৃত্য, ছৌ নাচ, রন-পা। বর্ণাঢ্য শোভাযাত্রা এগিয়ে চলবে গন্তব্যস্থলে। (পুরনো ছবি)   

Published on: জুন ২৯, ২০২২ @ ০৯:৪৭


শেয়ার করুন