আগামীকাল উত্তরবঙ্গে আসছেন মুখ্যমন্ত্রী

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা– কৃষ্ণা দাস

Published on: অক্টো ২, ২০১৮ @ ২২:৪০

এসপিটি নিউজ, শিলিগুড়ি, ২অক্টোবরঃ গত সফরেই পর্যটনমন্ত্রী গৌতম দেবকে মুখ্যমন্ত্রী বলে গেছিলেন পুজোর আগেই যেন গাজলডোবার পর্যটন প্রকল্প চালু হয়ে যায়। সেই মতো ওই প্রকল্প এখন সম্পূর্ণ। তাই প্রকল্পটির উদ্বোধন করতে দু’দিনের ছোট্ট উত্তরবঙ্গ সফরে আগামীকাল আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।দুপুর ২.৩০মিনিটের ইন্ডিগো বিমানে বাগডোগরা বিমানবন্দরে নামার কথা তাঁর।মুখ্যমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা বলয় তৈরি করে ফেলেছে উত্তরবঙ্গ পুলিশ।

বিমানবন্দর থেকে ফাঁসিদেওয়া হয়ে সড়ক পথে সোজা গাজলডোবা চলে যাবেন তিনি। সেখানেই তিস্তা ব্যারেজের সন্নিকটে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের স্বপ্নের পর্যটন প্রকল্প “ভোরের আলো” ও “পাখির বিতান” প্রকল্পের উদ্বোধন করবেন। এরপর সেখানেই জেলার প্রশাসনিক আধিকারিক ও উত্তরবঙ্গের অন্যান্য মন্ত্রীদের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে গাজলডোবাতেই নতুন পর্যটন কেন্দ্রেই তার রাত্রী যাপনের কথা।

প্রকল্প উদ্বোধনের পরদি অর্থাৎ ৪ঠা অক্টোবর গাজলডোবায় দুপুরের আহার সেরে সড়ক পথে উত্তরবঙ্গের প্রশাসনিক সদরদফতর উত্তরকন্যায় চলে আসবেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সুত্রে জানা গেছে, ওই দিন দুপুর ২টায় প্রশাসনিক বৈঠকের পাশাপাশি দুপুর ৩টা থেকে ৪টায় শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের “টাইটান মিডিয়া অ্যাওয়ার্ড” শীর্ষক এক বাৎসরিক অনুষ্ঠানের উদ্বোধন ও পরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সেরা সাংবাদিকদের এই মিডিয়া অ্যাওয়ার্ডের পুরস্কার প্রদান করার কথা আছে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে।

সেইসঙ্গে উত্তরবঙ্গ ও সিকিমের সাংবাদিক সংগঠনের যৌথ প্রয়াসে এক স্মরনীকা -“দ্যা জার্নালিস্ট”এর উদ্বোধনও করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। ওই দিনই বিকেলে শিলিগুড়ি মারোয়ারি ভবনে শিলিগুড়ি সহ পার্শবর্তী জেলার অবাঙালি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হওয়ার কথা মুখ্যমন্ত্রীর। বৈঠক শেষে ওইদিন রাতেই ফের উত্তরকন্যায় ফিরে রাত্রীবাসের পর পরদিন অর্থাৎ ৫ই অক্টোবর দুপুরের বিমানে কলকাতায় ফিরে যাবেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সূত্রে এমন কর্মসূচি পাওয়া গেছে।

Published on: অক্টো ২, ২০১৮ @ ২২:৪০

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

26 − 18 =