বিস্ফোরক অশোক ভট্টাচার্যঃ শাসকদলের প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে এবার হবে আন্দোলন

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা– কৃষ্ণা দাস

 Published on: অক্টো ২, ২০১৮ @ ২১:১৩

এসপিটি নিউজ, শিলিগুড়ি, ২অক্টোবরঃ যেভাবে শিলিগুড়ি পরিষদ ও শিলিগুড়ি পুরসভার সিপিএম বোর্ডের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস সরব হয়েছে, তার বিরুদ্ধে এবার পাল্টা সাংবাদিক সম্মেলন করে প্রতিবাদী হলেন প্রাক্তন পুরমন্ত্রী শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য।মঙ্গলবার তিনি রীতিমতো নিজের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটালেন। সাংবাদিক সম্মেলনে তিনি এদিন শাসক দলের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ করেন। এরপরই তাঁর হুমকি-এর বিরুদ্ধে এবার আমরা আন্দোলনে নামছি। সেই আন্দোলনকে প্রয়োজনে কলকাতা পর্যন্ত নিয়ে যাওয়া হবে।

এদিন জেলা বামফ্রন্টের আহ্বায়ক জীবেশ সরকারকে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলনে নিজের সমস্ত ক্ষোভ উগরে দেন শিলিগুড়ির বিধায়ক তথা মেয়র অশোক ভট্টাচার্য। শাসক দলের ভূমিকা নিয়ে সোচ্চার হন তিনি।

এদিন তিনি আরও বলেন, ইসলামপুরে দুই ছাত্র পুলিশের গুলিতে মারা গেল, তার কোন প্রতিবাদ হবে না? শাসক দল যা-খুশি করে যাবে? কেউ প্রতিবাদ করতে পারবে না! প্রতিবাদ করলেই পুলিশ দিয়ে মিথ্যা অভিযোগের মামলায় ফাঁসানো হবে? সরকারের নীতির প্রতিবাদ করলেই তাকে কথা বলতে দেওয়া হয় না। যেখানে প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা পোড়ানো যায় সেখানে মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা পোড়ানো যাবে না।এরপরই অশোকবাবু বিস্ফোরক অভিযোগ এনে বলেন- এখানে তো পুলিশ দায়িত্ব নিয়ে শাসক দলের হয়ে কাজ করছে।বিরোধীরা কিছু করলেই পুলিশ দিয়ে তাদের বাধা দেওয়া হচ্ছে।

জীবেশবাবু অভিযোগ করেন-“আগামী ৫ই এপ্রিল শহরে প্রতিবাদ মিছিল করার কথা থাকলেও পুলিশ তার অনুমতি দেয়নি। বলেছে মুখ্যমন্ত্রী সেই সময় শিলিগুড়ি থাকবেন। তাই আমরা মিছিল ৭ তারিখ করছি।

জীবেশ বাবু আরও বলেন, রাজ্যে শাসক দল প্রতিহিংসার রাজনীতি করছে। যেহুতু শিলিগুড়ি পুরনিগম ও মহকুমা পরিষদে তৃণমূল জিততে পারে নি সেহেতু এখানে নানান ভাবে চাপে রাখছে। যেখানে তারা জিততে পারে নি সেখানে পুলিশ লেলিয়ে চাপ দিয়ে জবরদখল করছে।

পাশাপাশি এদিন জীবেশতবাবু আরও বলেন, ত্রিপুরাতে বামফ্রন্টের মুখপত্র “ডেইলি দেশের কথা”কে বিজেপি সরকার রাজনৈতিক উদ্যেশ্য প্রনোদিতভাবে বন্ধ করে দিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি ওই মুখপত্র অবিলম্বে চালু করার দাবিও জানাচ্ছি।

Published on: অক্টো ২, ২০১৮ @ ২১:১৩

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 7 =