সারা বছর ধরে এভাবে ওদের সেবাতেই নিজেকে উৎসর্গ করেছেন সম্রাট

Main রাজ্য
শেয়ার করুন

Published on: অক্টো ৩, ২০১৮ @ ১৮:৩১

এসপিটি নিউজ, বারাকপুর, ৩ অক্টোবরঃ ” আজই হোক, কালই হোক, শত শত যুগ পরেই হোক, সত্যের জয় হবেই, প্রেমের জয় হবেই। তোমরা কি মানুষকে ভালবাস? ঈশ্বরের খোঁজে কোথায় যাচ্ছ? গরিব, দুঃখী, দুর্বল- সকলেই কি তোমার ঈশ্বর নয়? আগে তাদের উপাসনা কর না কেন? …তোমার হৃদয়ে প্রেম আছে তো? তবেই তু্মি সর্বশক্তিমান।”

স্বামীজীর এই কথাগুলির বাস্তবতা কতখানি তা আজ উপলব্ধি করছেন সম্রাট তপাদার। তাঁর অনেক পরিচয় আছে কিন্তু তিনি যে পরিচয়ে সবচেয়ে বেশি খুশি হন তা হল- গরিব, অসহায়, আর্ত মানুষের বন্ধু। যিনি সারা বছর ধরেই কোনও না কোনও সময়ে এইসব মানুষগুলির পাশে দাঁড়িয়ে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন, যেমনটা আজ বুধবারও করলেন।

বারাকপুর রামকৃষ্ণ মিশনে গিয়ে সেখানে দুঃস্থ ছাত্র-ছাত্রী থেকে শুরু করে আবাসিকদের হাতে পুজোর নতুন বস্ত্র তুলে দিলেন।আমরা অনেকেই পুজোর সময় নিজের পরিবার নিজের পাড়া নিজের এলাকা নিয়ে মেতে থাকব। অসহায়-আর্ত-পীড়িত-দুঃস্থ ছেলে-মেয়ে বয়স্ক মানুষগুলিকে নিয়ে ভাবার সময় আমাদের কি আছে? সম্রাট কিন্তু তাঁর নিজের দায়িত্ব- আরও পরিষ্কার করে বলা ভাল এইসব প্রান্তিক মানুষগুলিকে ছাড়া কিছু ভাবতেই পারেন না। আর তাই পুজোর আগে প্রতিবারের মতো এবারও তিনি ছুটে গেলেন তাদের হাতে পুজোর উপহার তুলে দিতে।

বারাকপুর রামকৃষ্ণ মিশনে তিনি এদিন এক হাজার জনের হাতে পুজোর নতুন বস্ত্র তুলে দেন। তাঁর এই মহৎ কাজে পাশে ছিলে মিশনের সচিব শুভঙ্কর মহারাজ। সম্রাটের এমন উদ্যোগকে তিনিও সাধুবাদ জানান। পুজোর এমন উপহার হাতে পেয়ে মিশনের সেই ছাত্র-ছাত্রীরাও খুব খুশি।

এখানেই শেষ নয় আগামী ৮ সেপ্টেম্বর এলাকার প্রান্তিক মানুষদের নিয়ে ইলিশ উৎসবের আয়োজনও করেছেন। আমরা দেখেছি বহু জায়গায় টিকিট কেটে রকমারী সাজে সজ্জিত স্থানে বহু মানুষ ইলিশ উৎসবে যোগ দিতে আসেন। তারপর তারা কবজি ডুবিয়ে ইনিশ মাছ খেয়ে চলে যান। সেখানে স্থান হয় না সমাজের সেইসব প্রান্তিক মানুষগুলির। সমাজসেবী সম্রাট তপাদার সেই প্রান্তিক মানুষগুলিকে ইলিশ মাছ খাওয়ানোর দায়িত্ব গ্রহণ করেছেন। নিজের খরচে তিনি ইলিশ উৎসবের আয়োজন করে সমাজের ওই প্রান্তিক মানুষগুলিকে বলতে চেয়েছেন-

“তোমরা ছোট নও তোমরাই আমার কাছে প্রকৃত ঈশ্বর। তোমাদের জানাই আমার শতকোটি প্রণাম।”

Published on: অক্টো ৩, ২০১৮ @ ১৮:৩১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

48 − = 46