বিজেপিতে আসতে গেলে তাকেও কাটমানি ফেরত দিয়ে আসতে হবে-কেশপুরে জানিয়ে দিলেন দিলীপ ঘোষ

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা- বাপ্পা মন্ডল

ছবি-বাপন ঘোষ

Published on: জুন ৩০, ২০১৯ @ ০০:০২

এসপিটি নিউজ, কেশপুর, ২৯জুন:  এখন গোটা পশ্চিমবঙ্গে চলছে ‘কাটমানি’ পর্ব। দু’সপ্তাহ আগে চলছিল ‘হাসপাতাল-ডাক্তার’ পর্ব। সেই পর্বের যবনিকা পড়তেই শুরু হয়েছে এই কাটমানি বিষয়। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব কড়া পদক্ষেপ নিয়েছেন। তিনি পুলিশ প্রশাসনকে রঙ না দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। মুখে মুখ্যমন্ত্রীকে এই নিয়ে নানা কথা বললেও এতদিনে রাজ্য বিজেপি তাদের অবস্থান এই বিষয়ে পরিষ্কার করে দিল। আজ কেশপুরে দলীয় সভায় দাঁড়িয়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ সাফ জানিয়ে দেন- ‘বিজেপিতে আসতে গেলে আগে কাটমানি ফেরত দিয়ে তবেই দলে যোগ দিতে পারবেন।”

রাজ্য সভাপতির এই ঘোষণায় অনেকেই তাদের জবাব পেয়ে গেলেন। কারণ, অনেকেই প্রশ্ন তুলছিল যে অনেক তৃণমূল কংগ্রেস নেতা তো ইতিমধ্যেই বিজেপিতে যোগ দিয়ে ফেলেছেন। আবার অনেকেই কাটমানির বিষয়ে ব্যবস্থা নেওয়া শুরু হতেই পা বাড়াচ্ছেন। তাদের কি হবে? সেই বিষয়েই এদিন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়ে দেন যে বিজেপিতে যোগ দিতে হলে আগে কাটমানির টাকা কড়া-গন্ডায় ফেরত দিয়ে তবেই দলে আসতে পারবেন। আর যারা ইতিমধ্যে যোগ দিয়ে ফেলেছেন কাটমানির টাকা যদি তারো নিয়ে থাকেন তবে তাদেরও সেই টাকা ফেরত দিতে হবে।

যেসব নেতারা কাটমানি নিয়েছে তার বাড়ির সামনে যান আর সুদে-আসলে কড়ায়-গণ্ডায় বুঝে নিন কাটমানি কেশপুরের মাটিতে দাঁড়িয়ে বিজেপি কর্মীদের নিদান দিয়ে গেলেন দিয়ে গেলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কাটমানি প্রসঙ্গে কাউকেই যে রেয়াত করা হবে না তা কার্যত বুঝিয়ে দিয়ে গেলেন তিনি। এমনকি দল বদলে কেউ বিজেপিতে আসতে গেলে তাকেও যে কাটমানি ফেরত দিয়ে তবেই দলে আসতে হবে তাও স্পষ্ট ইঙ্গিত দিয়ে গেলেন দলের রাজ্য সভাপতি। পাশাপাশি আনন্দপুর স্কুলের মাঠে দাঁড়িয়ে ফের একবার তৃণমূল সুপ্রিমো মুসলিম তোষন ও সাম্প্রদায়িকতার রাজনীতি করছেন বলেও সুর চড়ালেন মেদিনীপুরের বিজেপি সাংসদ।

নির্বাচনের আগে ও পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বারবারই দাবি করে এসেছেন সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে আধিপত্য কায়েম করতে চাইছে বিজেপি। এদিন পাল্টা দাবি করে দিলীপ ঘোষ বলেন, যে সিপিএম-এর পার্টি অফিস খোলার মতো ক্ষমতাই নেই তাকে চায়ের পয়সা দিয়ে ইন্ধন যোগাচ্ছে তৃণমূল।

Published on: জুন ৩০, ২০১৯ @ ০০:০২

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + = 25