৩৪ বছরে সিপিএমের ‘গুন্ডামি’র কারণে বহু শিল্পপতি পালিয়েছে, এখন আর তা হয় না-দাবি শুভেন্দুর

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                                      ছবি-বাপন ঘোষ

Published on: ডিসে ২০, ২০১৮ @ ২৩:৫৩

এসপিটি নিউজ, মেদিনীপুর, ২০ ডিসেম্বর: বিনিয়োগকারীদের বিষয়ে রাজ্য সরকার যে বেশ সজাগ সেকথা বৃহস্পতিবার পরিষ্কার করে দিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন মেদিনীপুর শহরের ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের ডাকা ট্রেড ফেয়ারে দাঁড়িয়ে তিনি সাফ জানিয়ে দিলেন-শ্রমিক সমস্যা থাকবেই কিন্তু সেই সমস্যার নামে বিনিয়োগকারীদের কোনও ভাবেই তাড়ানো চলবে না। রাজ্য যে এসব প্রশ্রয় দেবে না সেকথা শুভেন্দু পরিষ্কার করে দেন।

এরপরই মন্ত্রী ৩৪ বছরের বাম জমানার উদাহরণ টেনে বলেন-“৩৪ বছর সিপিএম সরকার শ্রমিক সমস্যা মেটানোর নামে “হুলিগানিজাম” অর্থাৎ “গুন্ডামি” চালিয়েছে।যার ফলশ্রুতিতে বাংলা থেকে পালাতে বাধ্য হয়েছে বহু বড় শিল্পপতি।এখন সেই সমস্যা নেই। ক্ষমতায় এসেই তৃণমূল সরকার সে সমস্যা বহু অংশে মিটিয়ে ফেলেছে বলেও দাবি মন্ত্রীর।বাংলায় বন্ধের রাজনীতি রুখে দিয়েছে তৃণমূল সরকার। এখন নষ্ট হয় না একটি শ্রমিক দিবসও।

বিনিয়োগ টানতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে স্বল্প ঋণ ও সহজে লোন দেওয়ার ব্যবস্থাও করা হবে বলে আশ্বাস দিয়েছেন এদিন পরিবহনমন্ত্রী। তাঁর কথায়- “জেলায় কো-অপারেটিভ ব্যাংকগুলি থেকে ব্যবসায়ীরা চাইলেই পাঁচ কোটি টাকা পর্যন্ত সহজেই লোন পাবেন। লাল ফিতের ফাঁস খুলতে জেলায় ফেব্রুয়ারি মাস থেকেই চালু হতে চলেছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নতুন অফিস।”

Published on: ডিসে ২০, ২০১৮ @ ২৩:৫৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 20 = 26