২৮ শে ডিসেম্বর মায়ের জন্মদিনে প্রকাশিত হতে চলেছে -“স্বামী সারদানন্দঃ এক অনন্য জীবন”

Main দেশ ধর্ম রাজ্য
শেয়ার করুন

Published on: ডিসে ২১, ২০১৮ @ ০৮:১৭

এসপিটি নিউজ, কলকাতা, ২১ ডিসেম্বরঃ সারা বিশ্ব জুড়ে সঙ্ঘমাতা শ্রীশ্রী মা সারদা দেবীর ১৬৬তম জন্মদিন পালিত হবে ২৮শে ডিসেম্বর। সেইমতো বাগবাজার রামকৃষ্ণ মঠেও আয়োজন করা হয়েছে অনুষ্ঠান। সেই উপলক্ষ্যে এদিন মঠে দুপুর ১১টা থেকে একটার মধ্যে সঙ্ঘমাতার একান্ত অনুগত স্বামী সারদানন্দের উপর একটি পুস্তক-“স্বামী সারদানন্দঃ এক অনন্য জীবন” প্রকাশের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।উপস্থিত থাকবেন মঠের সন্ন্যাসী-মহারাজরা।পুস্তকটির উদ্বোধন করবেন বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবিরানন্দ।

২৮শে ডিসেম্বর শুক্রবার সকাল থেকে বাগবাজারে মায়ের বাড়ি, উদ্বোধন কার্যালয় সর্বত্র মহাসমারোহে পালিত সঙ্ঘমাতার জন্মদিন। মঙ্গলারতি, ভজন, জপ যোজনা, সানাই, বিশেষ পুজো, হোম, চন্ডীপাঠ হবে। পাশাপাশি সকালে মায়ের বাড়ি থেকে ভজন গাইতে গাইতে ভক্ত-অনুরাগীরা এক শোভাযাত্রা বের করবেন।

বই প্রকাশের অনুষ্ঠানটি শুরু হবে সকাল ১১টা নাগাদ। স্বামী দিব্যরত্নানন্দের উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। স্বাগতিক ভাষণ দেবেন বাগবাজার রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দ। প্রস্তাবনা রাখবেন উদ্বোধন পত্রিকার সম্পাদক স্বামী চৈতন্যানন্দ।এই পুস্তক প্রকাশ অনুষ্ঠান উপলক্ষ্যে স্বামী সারদানন্দ ও মায়ের উপর “স্বামী সারদানন্দের দৃষ্টিতে শ্রী শ্রী মা সারদাদেবী” বিষয়ক বক্তৃতা দেবেন কলকাতায় স্বামী বিবেকানন্দের পৈতৃক বাসভবন ও সাংস্কৃতিক কেন্দ্রের সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দ।

Published on: ডিসে ২১, ২০১৮ @ ০৮:১৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 43 = 49