
এসপিটি নিউজ, ঝাড়গ্রামঃ রাজস্থানে কাজ করতে যাওয়া মালদহের যুবকের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে ফের মুখ খুললেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।ঝাড়গ্রামে এক সাংবাদিক সম্মেলনে ঐ ঘটনা প্রসঙ্গে তিনি বলেন-পশ্চিমবাংলার একজন শ্রমিক রাজস্থানে কাজ করতে গিয়ে মারা গেছেন।তাকে কেউ হত্যা করেছে।যেকোনো হত্যা দুঃখ জনক।সেই হত্যা নিয়ে পশ্চিমবাংলায় রাজনীতি হচ্ছে।মনে হচ্ছে পশ্চিমবাংলায় কোন খুন হয় না। এখানে তৃণমূলের চেয়ারম্যানকে খুন করা হচ্ছে।।প্রতিদিন কোথাও না কোথাও খুন হচ্ছে।সাম্প্রদায়িক হিংসার বলি কত মানুষ, খুন হচ্ছে। বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। তাদের বাড়িতে তৃণমূল বা কংগ্রেসের কেউ দেখতে যায়নি।যেহেতু তিনি একজন সংখ্যালঘু তাই তাকে নিয়ে আদিক্ষেতার চূড়ান্ত রাজনীতি হচ্ছে। গুজরাটের ভোটে ৬৮ শতাংশ ভোট পড়েছে।বাংলার ভোটে ৯০ শতাংশ ভোট পড়ে।এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন,পশ্চিমবাংলায় একটা রাজনৈতিক সচেতনতা বরাবর আছে।ব্রিটিশ আমল থেকে আমরা রাজনৈতিক লড়াই লড়ছি।বাংলায় ৮০ শতাংশ ভোট পড়ে।বাংলার মানুষ রাজনৈতিক সচেতন।অন্যান্য রাজ্যে কম ভোট পড়ে। যেখানে ভোট কম পড়ে সেখানে ক্ষমতাশীল পাটি জিতে।গুজরাতে আমরাই জিতব।
সাংবাদিক সম্মেলন শেষ করার পর জেলার মন্ডল সভাপতি দের নিয়ে পঞ্চায়েতে নির্বাচনের প্রস্তুতি নিয়ে মিটিং করেন রাজ্য সভাপতি।উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুখময় স্থপতি সহ অন্যান্য নেতৃত্ব।
ছবিঃ রামপ্রসাদ সাউ