চন্দ্রকোনা রোডের কুবাই ব্রিজে ফাটল, যান চলাচল বন্ধ

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

এসপিটি নিউজ, চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুরঃ রবিবার দুপুর ১ টা নাগাদ চন্দ্রকোনা রোডে ৬০ নং জাতীয় সড়কের উপর কুবাই ব্রিজে ফাটল দেখা দেয়।ফলে যান চলাচলে বিপত্তি শুরু হয়।প্রথম দেখেন কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার্সরা।তাদের নজরে আসে কুবাই ব্রিজের উত্তর দিকে প্রায় ৬ ফুটের মতো লম্বা ফাটল।খবর দেন চন্দ্রকোনা রোড পুলিস বীট হাউসে।সঙ্গে সঙ্গে ব্রিজের উপর যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে ভরদুপুরে তীব্র যানজটের সৃষ্টি হয় এই সড়কে।ছুটে আসেন ডি এস পি ( অপারেশন) অতীশ বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিসবাহিনী।খবর পেয়ে আসেন স্থানীয় শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো।

এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তরুণ চক্রবর্তীর নেতৃত্বে এন এইচ ৬০-র ইঞ্জিনিয়াররা এসে ব্রিজের ফাটল দেখে দ্রুত তা মেরামতির উদ্যোগ নেন। তরুণ চক্রবর্তী বলেন, ‘ব্রিজের ফাটল দ্রুততার সাথে মেরামতি করে দেওয়া হবে, ইঞ্জিনিয়াররা এর তদারকি করবেন।’ জানা গেছে, ব্রিজ মেরামতির কাজ সোমবার সকাল থেকেই জোরকদমে শুরু করা হবে। তাই রবিবার দুপুরের পর থেকে কুবাই ব্রিজ যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়। পরিবর্তে ঘুরপথে ডুকি, নয়াবসত হয়ে যান চলাচলের ব্যবস্থা করে দেওয়া হয়। ব্রিটিশ আমলে তৈরি কুবাই নদীর উপর এই কুবাই ব্রিজ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

37 − = 30