
সংবাদদাতা- বাপ্পা মণ্ডল ছবি-রামপ্রসাদ সাউ
Published on: ফেব্রু ১৫, ২০১৮ @ ০০:৪৭
এসপিটি নিউজ, গড়বেতা, ১৪ ফেব্রুয়ারিঃ দূর থেকে ভেসে আসে বাবার নামে মন্ত্রোচ্চারণ। ওম নমঃ শিবায় ধ্বনিতে জঙ্গলের কোনায় কোনায় এক সুমধুর আওয়াজ ভেসে বেড়ায়। শিব চতুর্দশীতে যা হয়ে ওঠে এক ঐশ্বরিক অনুভূতি। অবশ্যি শিব ভক্তদের কাছে। অন্যরা এসবের কিছু তো বুঝবেনই না। তা বোঝার সাধ্য কোথায় তাদের!তবে এবারও কিন্তু জঙ্গলমহলের এই এলাকা গড়বেতার রসকুণ্ডতে বাবা বসন্ত্রায়ের মন্দিরে উপচে পড়ল ভিড়। ভকদের উপস্থিতিতে মন্দির চত্বর হয়ে উঠল প্রাণবন্ত।
কোথা থেকে এই মন্দিরে ভক্তরা আসে না বলুন তো! শুধু পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম জেলাই নয়, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার চাকুলিয়া থেকেও এদিন বাসে চেপে শিব ভক্তদের আসতে দেখা যায়। মুখে তাদের জয় শিব শম্ভু আর ওম নমঃ শিবায় ধ্বনি।
সেখান থেকে এসেছিলেন প্রায় ১০০জন ভক্ত। তাদের মধ্যেই দুই শিব ভক্ত যা বললেন তা সত্যিই অবাক করে দেওয়ার মতো ব্যাপার। চাকুলিয়ার বাসিন্দা সুমনা সিং ও ছবিতা দাস তো সরাসরি বলেই দিলেন, তাঁরা গত ১০ বছর ধরে এই মন্দিরে পুজো দিতে আসছেন। বাবা ভোলেনাথ কৃপা যে বড়ই অপার-দয়াময়। বাবা ভোলেনাথ যে তাদের সহায়। বাবাকে যে বিশ্বাস করবে ভক্তি করবে বাবা তাঁর সহায় হয়। এখানে না এলে যে আমাদের মনে শান্তি আসে না, বলে ওঠেন সুমনা, ছবিতারা।
এদিন ভিড় সামলাতে স্বেচ্ছাসেবকদের নাকাল হতে হয়। তবু তাদের মধ্যে কোনও খেদ নেই। তারো বলেন, সবই তো বাবার জন্য। আমরা তো সবাই বাবা ভোলেনাথের চেলা। বাবা যেমন ক্রাবেন আমরা তেমনই করব। এরপর তারা ধ্বনি দিতে থাকেন জয় ভোলেনাথের জয়। জয় শিব শম্ভু।
Published on: ফেব্রু ১৫, ২০১৮ @ ০০:৪৭