সংবাদদাতা-বাপ্পা মণ্ডল ছবি-রামপ্রসাদ সাউ
Published on: ফেব্রু ৬, ২০১৮ @ ২১:০৬
এসপিটি নিউজ, বেলদা, ৬ ফেব্রুয়ারিঃ এ কি জ্বালা! শেষে কিনা লেজ কাটা বানর এসে জুটল গ্রামে। আর তার বাঁদরামিতে গ্রামবাসীদের ঘুম চলে গেছে।বাঁদরামি এমন পর্যায়ে গেছে যে গ্রামের মেনুষ এখন ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছে। পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার গড়মোহনপুর গ্রামে ঐ লেজকাটা বাঁদরের বাঁদরামিতে ৯জন জখম হয়েছেন।
এমনিতে গড়মোহনপুরে বেশ কয়েকটি বাঁদর থাকে। তার মধ্যে একটি আবার লেজ কাটা।যার বাঁদ্রামো দিন কে দিন বেড়েই চলেছে। কেউ ঘর থেকে বেরোতেই চাইছে না।
খবর পেয়ে বন দফতরের কর্মীরা দলবল নিয়ে গ্রামে আসে বাঁদরটিকে ধরার জন্য। শেষে বনকর্মীদেরও নাকানিচোবানি খাওয়ায় ঐ বাঁদরটি। তবে তারা হাল ছাড়তে নারাজ। তবে কিভাবে বাঁদরটিকে ধরা যায় এখন চলছে তারই প্রস্তুতি।
তবে কিভাবে বনকর্মীরা ওই ধূর্ত বাঁদরটিকে ধরে সেই দিকে তাকিয়ে গোটা গ্রাম।
Published on: ফেব্রু ৬, ২০১৮ @ ২১:০৬