দলনেত্রী মমতার নির্দেশ মেনেই দলীয় কর্মসূচী শুরু করে দিলেন তৃণমূল কর্মীরা

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় ও বাপ্পা মণ্ডল

Published on: ফেব্রু ৬, ২০১৮ @ ২০:৩১

 এসপিটি নিউজ, ভাঙর ও নারায়ণগড়, ৬ ফেব্রুয়ারিঃ গত কয়েকদিন ধরেই দলনেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস সম্পর্কে পরিষ্কার কথা বলে চলেছেন।তৃণমূল কংগ্রেসে কর্মীরাই সম্পদ। মানুষই হল শক্তি। এই দল মানুষের হয়ে কাজ করে। মানুষের বিপদে পাশে দাঁড়ায়। সামনেই পঞ্চায়েত নির্বাচন। সেই দিকে নজর রেখে দলীয় কর্মীদের তিনি চাবুকের মতো কাজ করে যেতে নির্দেশ দিয়েছেন। তা৳র নির্দেশ পেয়েই আজ মঙ্গলবার থেকে রাজ্যের প্রায় প্রতিটি জেলায় ছাত্র-যুব-মহিলা সকলেই মিটিং-মিছিল শুরু করে দিলেন। দক্ষিণ ২৪ পরগণার ভাঙর থেকে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় সর্বত্র দেখা গেছে তৃণমূলের কর্মীদের সক্রিয়তা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ- তৃণমূল কর্মীরা বিভাজনের রাজনীতি করবেন না। সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেবেন না। মানুষের পাশে থেকে লড়াই করবেন। কোনও অন্যায় করবেন না। অন্যায়কে প্রশ্রয়ও দেবেন না। রাজ্যের উন্নয়নের বার্তা পৌঁছে দেবেন সমস্ত মানুষের কাছে। তাঁর সেই নির্দেশ মাথায় নিয়ে এদিন ভাঙর ১ ও ২ নম্বর ব্লকের তৃণমূল কর্মীরা অঞ্চল ভিত্তিক সভা করেন। যেখানে তারা ছোট ছোট মিটিং করে সরকরি প্রকল্পের প্রচার এবং এলাকার উন্নয়ন তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষ যাতে সরকারি প্রকল্পের সুযোগ পায় তা সুনিশ্চিত করার চেষ্টা করেন।

এদিনের সভায় কাইজার আহমেদ বলেন, আমাদের নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর কন্যাশ্রী, যুবশ্রী, খাদ্যসাথী প্রকল্পের পাশাপাশি অন্যান্য সরকারি প্রকল্পকে তুলে ধরে আমারা প্রচার শুরু করেছি।জেলা সভাপতি শোভন চট্টোপাধ্যায় এর উপস্থিতিতে ব্লক সম্মেলনে জনজোয়ার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।ভাঙড় ২ নং ব্লকের পঞ্চায়েত সম্মেলনকে সফল করতে ভাঙড়ের তৃণমূল কর্মীরাও একাধিক সভা করেন।

একইভাবে এদিন নারায়ণগড় ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেস আয়োজন করল মহিলা মিছিল।বেলদার কালী মন্দির থেকে শুরু হয় এই মিছিল বেলদার গান্ধী পার্কে একটি পথসভার মাধ্যমে শেষ হয়।প্রায় হাজার তিনেক মহিলা তৃণমূল কংগ্রেস সমর্থক অংশ নেয় এই মহিলা মিছিলে।উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির নেতৃত্ব প্রতিভা মাইতি,ব্লক সভানেত্রী মিনতি দাস প্রধান প্রমুখ।এ দিনের এই পথসভা থেকে বর্তমান কেন্দ্রে থাকা বিজেপি সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির ভর্ত্সনা করা হয় পাশাপাশি মুখ্যমন্ত্রীর বিভিন্ন ধরনের প্রকল্পের কথা তুলে ধরেন মহিলা বক্তারা।এ ছাড়াও এদিনের সভা থেকে পঞ্চায়েত নির্বাচনের আগে মহিলা তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করার কথা বলেন তারা।

Published on: ফেব্রু ৬, ২০১৮ @ ২০:৩১

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 25 = 29