মুকুলের মুখে জ্যোতি বসুর প্রশংসা, মমতার বিরুদ্ধে ঝরে পড়ল শুধুই ঘৃণা

রাজ্য
শেয়ার করুন

এদিন মুকুল যা বললেন-মমতার আমলে শিল্প হয়নি। শুধু মানুষকে মিথ্যে কথা বলে ধোকা দিচ্ছে। বরং জ্যোতি বসুর আমলে হলদিয়াতে কয়েকটি কারখানা হয়েছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ- বাচ্চা ছেলেটাকে একদিন এই দাদুর কোলে আশ্রয় নিতে হবে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৪৪৭ কোটি টাকার দুর্নীতির অভিযোগ এনে বলেন, এর নাম সততার প্রতীক।

 

 

 

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল

এসপিটি নিউজ, সবং, ১৭ ডিসেম্বরঃ এ যেন এক অন্য মুকুল। এখন তিনি বিজেপি নেতা মুকুল রায়। প্রতিটি সভায় তিনি এখন তার পুরনো দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে চলেছেন। আজ সবং-এ বিজেপি প্রার্থী অন্তরা ভট্টাচার্য্যের সমর্থনে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি সবাইকে চমকে দিয়ে একপ্রকার সিপিএমের গুণগান করেন।জ্যোতি বসুর প্রশংসা করে বলেন, ৩৪ বছরের বাম রাজত্বে বিরোধীরা মিটিং-মিছিল করতে পারত। মমতার আমলে রাজ্যে শিল্প হয়নি। বরং জ্যোতি বসুর আমলে হলদিয়াতে কয়েকটি কারখানা হয়েছে। এখানেই না থেমে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন। বলেন আরও অনেক কিছু।

রবিবার বিকেলে সবং ব্লকের নওগাঁ অঞ্চলের খুনখুন্যা হাইস্কুল মাঠে সবং কেন্দ্রের উপ-নির্বাচনে বিজেপি প্রার্থী অন্তরা ভট্টাচার্য্যের সমর্থনে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। বক্তব্য রাখেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, বিজেপি নেতা রাহুল সিনহা, মুকুল রায়, সুরেশ পূজারী, তুষার মুখার্জী, শুভজিত রায়, লকেট চ্যাটার্জী, প্রার্থী অন্তরা ভট্টাচার্য্য সহ অন্যরা।এদিনের নির্বাচনী সভার উল্লেখযোগ্য দিক হল-মুকুল রায়ের হাত ধরে বিজেপি-তে যোগ দেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক দীপক ঘোষ। আর তারপরই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে অসত বলে তার চরিত্র নিয়ে অশালীন মন্তব্য করেন।

এরপর মুকুল রায় রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, এই সরকারের রোগ হয়েছে। আইসিসিইউ-তে পাঠাতে হবে। ২০১৯ সালে রাজ্যের মা-মাটি-মানুষ-এর সরকারের মৃত্যু হবে ২০২১ সালে তৃণমূল কংগ্রেস দলটাই আর থাকবে না। বাংলায় জঘন্য রাজনীতি চলছে। মমতার বিরোধিতা করলে জেলে পুরে রাখা হচ্ছে। ৩৪ বছর বাম রাজত্বে বিরোধীরা মিটিং-মিছিল করতে পারত। কিন্তু এই সরকার বিরোধীদের মিটিং-মিছিল করার গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে। মমতার আমলে শিল্প হয়নি। শুধু মানুষকে মিথ্যে কথা বলে ধোকা দিচ্ছে। বরং জ্যোতি বসুর আমলে হলদিয়াতে কয়েকটি কারখানা হয়েছে। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, বাচ্চা ছেলে জেঠু ও দাদু বলতে পারে। বাচ্চা ছেলেটাকে একদিন এই দাদুর কোলে আশ্রয় নিতে হবে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৪৪৭ কোটি টাকার দুর্নীতির অভিযোগ এনে বলেন, এর নাম সততার প্রতীক।

বিজেপির রাজ্য সভাপতি, দিলীপ ঘোষ বলেন, বিজেপি-র উত্থানে দিদি ভয় পেয়েছেন। তাই বিজেপি-কে আক্রমণ করছে দিদির ভাইরা। তিনি কেলেঘাই-কপালেশ্বরী নদী সংস্কারে মানস ভুঁইয়া দুর্নীতি করেছে বলে অভিযোগও করেন। সবং-এর মাদুর শিল্পের উন্নয়নে তিনি কাজ করেননি বলেও তোপ দাগেন দিলীপ। তিনি সবং-এ দলীয় প্রার্থীকে জয়ী করারও আহ্বান জানান।            ছবিঃ রামপ্রসাদ সাউ


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 2 =