মরশুমে প্রথম তুষারপাত ডালহৌসিতে, সকাল থেকে বরফ পড়তেই কুফরি-নারকান্ডায় যানজট

আবহাওয়া দেশ ভ্রমণ
শেয়ার করুন

Published on: জানু ৬, ২০১৯ @ ১৮:০৭

এসপিটি নিউজ, সিমলা, ৬ জানুয়ারিঃ তুষারপাত আর বরফে ঢাকা পড়াটা এখন হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর ও উউতরাখণ্ডের পাহাড়ি এলাকায় রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। রবিবার যেমনটা হয়েছে হিমাচল প্রদেশে। সেখানে সিমলা জেলাতেই পাহাড়ি প্রত্যন্ত এলাকায় যে পরিমান বরফ পড়েছে তাতে খুশি পর্যটকরা। তবে তাদের দুর্ভোগ কিন্তু বেড়েছে। বিশেষ করে এদিন দুপুরের পর থেকে এমন বরফ পড়া শুরু করে সিমলার অদূরে যে কুফরি-নারকান্ডা এবং ইন্দো-তিব্বত জাতীয় সড়কে বরফে ছেয়ে গেছে। ফলে গাড়ির লম্বা লাইন লেগে গেছে। একটা গাড়িও আর এগোতে পারছে না। এরই মধ্যে আজই এ মরশুমের প্রথম বরফ পড়ল পর্যটন শহর ডালহৌসিতে।

বরফ পড়ার ফলে সিমলার সঙ্গে জেলার দুর্গম এলাকাত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। ঠিক তেমনই শনিবার সকাল থেকে এখন পর্যন্ত কিন্নর জেলার পাহাড়ি এলাকায় বরফ সমানে পড়ে চলেছে। কুলু জেলার মানাই-লে সড়কে ভারী ধরনের তুষারপাত হয়ে চলেছে। চম্বা জেলায় চম্বার চম্বয়ানা-জোত, চম্বা-ভরমৌর, খাজিয়ার, কোলাড়ি, চম্বা-ঝুমার-এ বরফ পড়ছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে এখানকার সর্বনিম্ন তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বেশি হবে তবে সর্বোচ্চ তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কম হবে। শনিবার রাজ্যে সবচেয়ে কম তাপমাত্রা ছিল কেলং-এ মাইনাস ৭ ডিগ্রি। আর সবচেয়ে অধিক তাপমাত্রা ছিল বিলাসপুর জেলায় ২১.৮ ডিগ্রি সেলসিয়াস।

কুলুতে লাহুলের সঙ্গে যুক্ত করা রোটাং-এ আড়াই ফুট বরফ পড়েছে।কেলং-এর এসডিএম অমর নেগি এক সর্বভারতীয় হিন্দি দৈনিকের অনলাইন বিভাগকে জানিয়েছেন- থিরোট নালায় গ্লেসিয়ার পড়ায় থিরোট প্রকল্পে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। দুর্ভোগে পড়েছে স্থানীয় বাসিন্দারা।

প্রদেশের এইসব এলাকায় যে পরিমান বরফ পড়েছে তা হল- রোহটাং-এ আড়াই ফুট, রাহনীনালায় ২ ফুট, মদী দেড় ফুট, ব্যাসনালা, চুবকমোড় এবং রাহলাফাল সোয়াফুট, গুলাবা, ফাতরু এবং অঞ্জনীমহাদেব এক ফুট, সোলাং এবং কোঠি ১০ ইঞ্চি, প্লচন, কুমঙ্গ, মখাচে পৌনে ফুট, বরুয়া, শনাগ, বশিষ্ঠ এবং মানালি গ্রামে আধ ফুট এমনকী পর্যটন নগরী মানালিতে পাঁচ ইঞ্চি তাজা বরফ জমেছে। লাহুলে কোক্সর, নেঙ্গগার, দারচা এক ফুট, সিসু এবং জিস্পা পৌনে ফুট, উদয়পুর, মড়গ্রা, গোদলা, মুলিং, প্যুকর, শাটিঙ্গরি ৭ ইঞ্চি এবং জেলা সদর কেলং-এ ৫ ইঞ্চি তাজা বরফ জমেছে।

হিমাচল প্রদেশের উল্ল্যেখযোগ্য কয়েকটি স্থানের রবিবারের সর্মনিম্ন তাপমাত্রা-

  • কুফরি-০ ডিগ্রি সেলসিয়াস
  • মানালি-৪ ডিগ্রি সেলসিয়াস
  • ডালহৌসি-৩ ডিগ্রি সেলসিয়াস
  • রোটাং- মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াস
  • কেলং- মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াস

ছবি-এএনআই

Published on: জানু ৬, ২০১৯ @ ১৮:০৭

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 3