ইস্কন মায়াপুর তীর্থযাত্রীদের সেবায় এবারও শিবির করছে গঙ্গাসাগর মেলায়

Main ধর্ম রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ৬, ২০১৯ @ ১৬:০৫

এসপিটি নিউজ, মায়াপুর, ৬ জানুয়ারিঃ আবারও উৎসবের আবহে মেতে উঠতে চলেছে গঙ্গাসাগর মেলা। ইতিমধ্যে প্রশাসনিক পর্যায়ে প্রস্তুতি প্রায় সম্পন্ন। দেশ-বিদেশের ভক্তদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে ধর্মীয় সংগঠন তীর্থযাত্রীদের সেবায় নিজেদের নিযুক্ত করার প্রস্তুতি নিয়েছে। এর মধ্যে রয়েছে মায়াপুর ইস্কন।

মায়াপুর ইস্কনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, “মকর সংক্রান্তি উপলক্ষ্যে এবারও গঙ্গাসাগর মেলায় ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরের তত্ত্বাবধানে তীর্থযাত্রীদের জন্য সেবা শিশিবির তৈরি করা হয়েছে। ১১ই জানুয়ারি থেকে ১৬ই জানুয়ারি পর্যন্ত এই শিবির চলবে। শিবিরে এ বছর আমাদের লক্ষ্যমাত্রা লক্ষাধিক তীর্থযাত্রীদের জন্য বিনামূল্যে সারাদিন ধরে প্রসাদ বিতরণ, বিনামূল্যে চিকিৎসা শিবির ও বস্ত্র বিতরণ(কম্বল) ও গীতা দান।”

তিনি আরও জানান, “শিবিরে দায়ত্বে থাকবেন ছ’শোর বেশি স্বেচ্ছাসেবক। থাকছে তীর্থযাত্রীদের জন্য রাত্রিকালীন অস্থায়ী বিশ্রামের ব্যবস্থা।”

এছাড়াও ২১টি দেশ থেকে ৮০জন বিদেশি গুরুকুলের ছাত্ররা তীর্থযাত্রীদের সেবা করতে মেলায় যোগদান করবেন। সেই সঙ্গে মেলায় চলবে বিশ্বশান্তি ও বিশ্বভ্রাতৃত্ববোধ জাগরণের উদ্দেশ্যে হরিণাম সংকীর্তন।” বলেন জনসংযোগ আধিকারিক।

Published on: জানু ৬, ২০১৯ @ ১৬:০৫

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 51 = 61