বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তীতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে জঙ্গলমহলের “মা” সম্বোধন ঝাড়গ্রামের সাংসদের

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মন্ডল                                                      ছবি-বাপন ঘোষ

Published on: জানু ৬, ২০১৯ @ ২০:০০

এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ৬ জানুয়ারিঃ নেই অস্ত্রের আস্ফালন। বিদায় নিয়েছে বোমা-গুলির শব্দ। ফিরে এসেছে শান্তি। জঙ্গলমহলের মানুষ আজ নিরাপদে নির্বিঘ্নে দিনযাপন করছে। আর এটা সম্ভব হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এমনটাই মনে করেন জঙ্গলমহলবাসী। একথা মানেন ঝাড়গ্রামের সাংসদ ডা. উমা সোরেন। আর তাই তিনি আগুইবনী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে সুরবর্ণজয়ন্তী উদযাপনে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে “মা” সম্বোধন করলেন।

সাংসদ বলেন, জঙ্গলমহলের “মা” মমতা বন্দ্যোপাধ্যায় চান তাঁর সন্তানরা ভাল থাকুক, তাই তিনি আঁচল ভরে সব দিয়েছেন। দিয়েছেন স্বপ্ন দেখার অধিকার, বাঁচার অধিকার।প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝাড়গ্রামের সাংসদ ডাঃ উমা সোরেন।তার আগে ঢাক, মাদল সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুরের বিধায়ক চুড়ামণি মাহাত, স্কুলের প্রধান শিক্ষক নিলোৎপল চক্রবর্তী, শিক্ষারত্ন সুধাংশু শেখর মাহাত ও অমৃত কুমার নন্দী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক কলেজের অধ্যাপক সমীরণ ব্যানার্জী, গভর্ণমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এন্ড সেরামিক টেকনোলজি কলেজের অধ্যাপক বিশ্বরুপ দাস এবং গোপীবল্লভপুর ব্লকের মেডিক্যাল অফিসার আকাশ রঞ্জন মাহাত।

Published on: জানু ৬, ২০১৯ @ ২০:০০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 15 = 23