রবিবার ডবল্যুবিসিএস পরীক্ষা- সকাল দশটায় চলবে প্রথম মেট্রো রেল, ট্রেনে উঠতে হলে দেখাতে হবে যেগুলি

Main ভ্রমণ রাজ্য রেল
শেয়ার করুন

Published on: আগ ২০, ২০২১ @ ২১:০৫

এসপিটি নিউজ, কলকাতা, ২০ আগস্ট:   রবিবার ডবল্যুবিসিএস পরীক্ষা। সেজন্য কলকাতা মেট্রো রেল ওইদিন ১১২টি বিশেষ রক্ষণাবেক্ষনের ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। যে ট্রেনে পরীক্ষার্থী ও প্রয়োজনীয় কর্মীরা উঠতে পারবেন। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ আজ এক বিশেষ বিজ্ঞপ্তি জারি করে এই ট্রেন পরিষেবার বিস্তারিত প্রকাশ করেছে। সেখানে তারা জানিয়েছে যে এই ট্রেনে উঠতে হলে কি দেখাতে হবে। তবে তারা জানিয়েছে যে কোনও টোকেন ইস্যু করা হচ্ছে না সাধারণ যাত্রীদের জন্য।

কলকাতা মেট্রো রেল জানিয়েছে যে রবিবার অর্থাৎ ২২ আগস্ট, ২০২১ তারিখে তারা ১১২টি রক্ষণাবেক্ষনে বিশেষ পরিষেবা দেবে। সেই অনুযায়ী তারা ওইদিন ডবল্যুবিসিএস পরীক্ষার্থী ও প্রয়োজনীয় কর্মীদের জন্য ট্রেনগুলি চালাবে। প্রথম পরিষেবা শুরু হবে সকাল ১০টা নাগাদ। এই ট্রেনগুলি কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ এবং দমদম থেকে দক্ষিণেশ্বর এবং দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত চলবে।

শেষ পরিষেবা শুরু হবে রাত আটটা ৪৮ মিনিট থেকে। এই সময় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, রাত ন’টা নাগাদ দমদম থেকে কবি সুভাষ এবং রাত ন’টায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ট্রেন চলবে।

পরীক্ষার্থীরা তাদের অ্যাডমিট কার্ড দেখিয়ে ট্রেনে উঠতে পারবেন। প্রয়োজনীয় স্টাফরা তাদের আই-কার্ড দেখিয়ে উঠবেন। আর অন্যান্য সকল যাত্রীরা স্মার্ট কার্ড দেখালে ট্রেনে চাপার সুযোগ পাবেন। তবে টোকেন ইস্যু করা হবে না।স্কলকেই কোভিড বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

Published on: আগ ২০, ২০২১ @ ২১:০৫


শেয়ার করুন