Published on: মার্চ ২৭, ২০১৯ @ ১১:৪৫
এসপিটি নিউজ ডেস্কঃ নরেন্দ্র মোদি দেশের প্রধান্মন্ত্রী এটা যেমন ঠিক তেমনই এটাও ঠি যে এখন নির্বাচনী বিধি আরোপ শুরু হয়ে গেছে। তিনি যেহেতু একটি দলের নেতা এবং সেই দল যেহেতু লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছে তাই নির্বাচন কমিশনের বিধি-নিয়ম মেনে চলা আবশ্যক। কিন্তু তা মানা হচ্ছে না। আর তাই কমিশনে নালিশ করেছিলেন কংগ্রেস ও সিপিএম। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর কিভাবে “পিএম নরেন্দ্র মোদি” সিনেমাটি প্রকাশ হয়।একই সঙ্গে ভারতীয় রেল মন্ত্রক ও ভারতীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়কেও প্রশ্ন করেছেন কেন তারা এখনও নরেন্দ্র মোদির ছবি ব্যবহার করছেন?
৪ প্রডিউসার ও দু’টি সংবাদপত্রকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন
১) কংগ্রেস ও সিপিএম নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়ে বলেন- নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পর কিভাবে ‘পিএম নরেন্দ্র মোদি’ সিনেমাটি মুক্তি পায়। যার সঙ্গে রাজনীতি ওতপ্রোতভাবে যুক্ত আছে। তাহলে এই সিনেমাটি কিভাবে মুক্তি পেতে পারে? এটা কি নির্বাচনী বিধি-ভঙ্গের মধ্যে পড়ে না?
২) নির্বাচন কমিশন গোটা বিষয়টি খুব পুঙ্খানুপুঙ্খভাবে খোঁজ নেন। তারা জানতে পারেন, কংগ্রেস-সিপিএমের অভিযোগ ন্যায়সঙ্গত। এরপরই কমিশন এই অভিযোগের ভিত্তিতে চারজন প্রডিউসারকে নোটিশ পাঠান। একই সঙ্গে গত ২০ মার্চ দু’টি সংবাদপত্র ‘পিএম নরেন্দ্র মোদি’ সিনেমার পোস্টার প্রকাশ করে প্রচারের উদেশ্যে। এজন্য তাদের বিরুদ্ধেও নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ ওঠায় নোটিশ তাদেরও পাঠিয়েছে কমিশন।
৩) একই সঙ্গে রেল মন্ত্রক ও বেসামারিক বিমান পরিবহন মন্ত্রনালয়কেও প্রশ্ন করেছেন কেন তারা এখনও নরেন্দ্র মোদির ছবি সরিয়ে দেয়নি। কেন রেল মন্ত্রক টিকিটে নরেন্দ্র মোদির ছবি রাখছে? কেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রক বোর্ডিং পাসে মোদির ছবি রাখছে? নির্বাচনী বিধি-নিয়ম জারির পরেও কিভাবে এসব চলছে?নির্বাচন কমিশন আগামাঈ তিনদিনের মধ্যে তাদের কাছে জবাব চেয়ে পাঠিয়েছে।
Published on: মার্চ ২৭, ২০১৯ @ ১১:৪৫