‘জীবনের জন্য ভ্রমণ’এর শপথ নিয়ে গান্ধী ঘাটে তিনটি দিবস একদিনেই উদযাপন করল ETAA

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: অক্টো ১, ২০২৩ at ২৩:২৮
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, বারাকপুর, ১ অক্টোবর: আজ বারাকপুর গান্ধী ঘাটে এন্টারপ্রাইজিং ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন (ETAA) ছাত্র-ছাত্রী এবং ট্যুর অপারেটর্সদের নিয়ে ‘জীবনের জন্য ভ্রমণ’এর শপথ নিল। একই সঙ্গে তারা এক দিনে তিনটি দিবস একদিনেই উদযাপন করল। আজ স্বচ্ছ ভারত অভিযান দিবস, আগামিকাল গান্ধী জয়ন্তী এবং গত ২৭ সেপ্টেম্বর হয়ে যাওয়া বিশ্ব পরিবেশ দিবস দারুনভাবে উদযাপন করেছে। এন্টারপ্রাইজিং ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন-এর ইস্টার্ন চ্যাপ্টারের চেয়ারম্যান কৌশিক ব্যানার্জি জানিয়েছেন, এদিনের অনুষ্ঠানটি ভারত সরকারের পর্যটন মন্ত্রকের ইন্ডিয়া ট্যুরিজম কলকাতার সহায়তায় আয়োজিত হয়েছে।

জীবনের জন্য ভ্রমণ

জীবনের জন্য ভ্রমণ প্রোগ্রামটি প্রধানমন্ত্রীর LiFE (লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট) এর দৃষ্টিভঙ্গি দ্বারা অনুপ্রাণিত হয়েছে, যা পর্যটন খাতের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। ট্রাভেল ফর লাইএফই সমস্ত পর্যটক এবং পর্যটন ব্যবসাকে সহজ পদক্ষেপ নিতে বাধ্য করে, যা পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু কর্মের জন্য অসাধারণ তাৎপর্য বহন করে।পর্যটন মন্ত্রনালয় টেকসই পর্যটনের প্রচারের জন্য তার কর্মসূচি এবং উদ্যোগগুলিকে ‘Travel for LiFE’ প্রোগ্রামের অধীনে সারিবদ্ধ করেছে এবং প্রচারাভিযানটি সমগ্র পর্যটন বাস্তুতন্ত্রকে কভার করবে, পর্যটন খাতকে টেকসই এবং দায়িত্বশীল করতে অবদান রাখতে সকল অভিনেতাকে অনুপ্রাণিত করবে এবং অনুপ্রাণিত করবে।

পর্যটন মন্ত্রক এমন একটি ভবিষ্যৎ গড়ে তুলছে যা সবুজ, পরিচ্ছন্ন এবং সুরেলা। এটা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য যে প্রবৃদ্ধি শুধু মজবুত নয় বরং প্রত্যেক ব্যক্তির জন্য ন্যায়সঙ্গত, ন্যায়সঙ্গত এবং টেকসই।

বিশ্ব পর্যটন দিবস 2023 উপলক্ষ্যে, ভারত সরকারের পর্যটন মন্ত্রক, পরিবেশ, বন এবং মন্ত্রকের সাথে অংশীদারিত্বে, মিশন LiFE-এর অধীনে একটি সেক্টরাল প্রোগ্রাম, ‘Travel for LiFE’-এর গ্লোবাল লঞ্চের আয়োজন করে। জলবায়ু পরিবর্তন (MoEFCC), রাষ্ট্রসংঘের বিশ্ব পর্যটন সংস্থা (UNWTO), এবং রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP) নয়াদিল্লিতে ভারত মন্ডপমে সূচনা হয়।

স্বচ্ছ ভারত অভিযানে

এদিন প্রথম পর্যায়টি অনুষ্ঠিত হয় বারাকপুর গান্ধী ঘাটে। সেখানে গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট –এর ৪৩জন ছাত্র-ছাত্রীকে সাথে নিয়ে ETAA-র সদস্য থেকে অন্যান্য ট্যুর অপারেটররা জীবনের জন্য ভ্রমণের শপথ নেন। এরপর তারা গান্ধী ঘাটে স্বচ্ছ ভারত অভিযান-এর কর্মসূচিতে অংশ নেন। সকলেই এদিন গান্ধী ঘাট চত্বরে সাফাই অভিযানে অংশ নেন।

ETAA-র চেয়ারম্যান কৌশিক ব্যানার্জি অনুষ্ঠান সম্পর্কে বললেন

গান্ধী ঘাটে দাঁড়িয়েই এদিন সংবাদ মাধ্যমকে এদিনের অনুষ্ঠানের বিষয়ে অবগত করেন এন্টারপ্রাইজিং ট্রাভেল এজেন্টস অ্যাসসিয়েশন-এর ইস্টার্ন চ্যাপ্টারের চেয়ারম্যান কৌশিক ব্যানার্জি। তিনি বলেন- “এখানে আমরা সকলে এ্কত্রিত হয়েছি। আমরা ভারত সরকারের পর্যটন মন্ত্রকের ইন্ডিয়া ট্যুরিজম কলকাতা অফিসের সাথে যৌথভাবে এই অনুষ্ঠান করছি। এখানে গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট-এর ছাত্র-ছাত্রী এবং ফ্যাকাল্টিরাও উপস্থিত আছেন।এখানে আমাদের আসার মূল উদ্দেশ্য হল- কয়েকটি দিবস একদিনেই পালন করছি।আজ স্বচ্ছতা দিবস, এছাড়া ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস গেছে সেটাকেও আমরা উদযাপন করছি। পাশপাশি আগামিকাল গান্ধী জয়ন্তী। আজ আমাদের অনুষ্ঠান বারাকপুর গান্ধী ঘাটেই হচ্ছে। তাই একই সঙ্গে আমরা গান্ধী জয়ন্তীও উদযাপন করছি।”

‘ট্রাভেল ফর লাইফ প্লেজ’

“এখানে এদিন প্রথমে ভারত সরকারের মিশন- ‘ট্রাভেল ফর লাইফ প্লেজ’ যারা আমরা পর্যটন সংস্থার তরফ থেকে এসছি এবং যারা ছাত্র-ছাত্রীরা এসছে তারা সকলে মিলে একটা শপথ নিয়েছি , যেখানে আমরা সবাই মিলে বললাল যে – “আমরা আমাদের পরিবেশকে সুস্থ সুন্দর বজায় রাখব। এতা ছাড়াও আমরা বিভিন্ন ঘাট আছে যেগুলি নোংরা হয়ে আছে আমরা এবং আমাদের ছাত্র-ছাত্রীরা মিলে সেই ঘাটগুলিকে পরিষ্কার করব। তাছাড়া আমরা এখানে হেরিটেজ ওয়াক ট্যুর করব। যেখানে বারাকপুরে লুকিয়ে থাকা কিংবা অজানা এমন কিছু ইতিহাস আছে যা আমরা জানবো। যা পর্যটকদের কাছেও আকর্ষক হয়ে উঠবে পরবর্তীকালে। সেই বিষয়গুলি জানব। এখানে গাব্ধী মেমোরিয়াল মিউজিয়াম আছে, ওটাকেও ঘুরিয়ে দেখাবো ছাত্র-ছাত্রীদের।”যোগ করেন কৌশিক ব্যানার্জি।

গান্ধী মেমোরিয়াল মিউজিয়ামে ছাত্র-ছাত্রীদের ঘুরিয়ে দেখানো হয়

এদিনের দ্বিতীয় পর্যায়ে গান্ধী মেমোরিয়াল মিউজিয়ামে ছাত্র-ছাত্রীদের ঘুরিয়ে দেখানো হয়। ভারতের স্বাধীনতা সংগ্রামে জাতির জনক মহাত্মা গান্ধীর অবদানের বিষয়ে নানা ধরনের ছবি ঘুরিয়ে দেখানো হয়। এখানেই একটি অনুষ্ঠানে ETAA কয়েকজনকে সম্বর্ধিত করেন। যাদের মধ্যে অগ্রগনয় হলেন ‘টয়লেট ম্যান অব বেঙ্গল’ বলে পরিচিত ডা. অরিজিৎ ব্যানার্জি, গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট-র দুইজঞ ফ্যাকাল্টি এবং দু’জন সাংবাদিক। একজন ট্রাভেল ট্রেড জার্নাল-এর পূর্ব ভারতের ব্যুরো হেড পার্থ চ্যাটার্জি এবং অপরজন হলেন সংবাদ প্রভাকর টাইমস-এর প্রধান সম্পাদক অনিরুদ্ধ পাল।

Read more news

বারাকপুর গান্ধী ঘাটে গান্ধী জয়ন্তীর সাথে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করতে চলেছে ETAA

টয়লেট ম্যান অব বেঙ্গল ডা. অরিজিৎ ব্যানার্জি

স্বচ্ছ ভারত অভিযান নিয়ে বিশেষ ভূমিকা পালনের জন্য ভারত সরকার আমাদের রাজ্যের বাসিন্দা ডা. অরিজিৎ ব্যানার্জি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেন। একই সঙ্গে তার কাজের বিষয় নিয়ে জানা কিছু কথা। বলেন-“ আমরা যখন স্বচ্ছ ভারতের অডিট করছিলাম তখন প্রচুর টয়লেট তৈরি হচ্ছে। কিন্তু গ্রাউন্ড ওয়াটার বাড়ছে। কারণ টয়লেট যেখানে হচ্ছে সঠিকভাবে সেখানে জল কিভাবে বের হবে এটা ঠিক ভাবে ছিল না। আমরা সেখানে পেটেন্ট প্রোডাক্ট নিয়ে এসছি যেখানে সলিড ওয়েস্ট হিউমেন ওয়েস্টকে রিইউজেবল ওয়াটারে ক্নভার্ট করা যায় এবং তা ২৪ ঘণ্টা ধরে করা যায়। এটাই হল প্রধান ভূমিকা। এটা গ্রাউন্ড ওয়াটার কন্টরমেশন করবেন না, গ্রাউন্ড ওয়াটার টেবিলটা যাতে দূষিত না হয় সেটাতে আরও আমরা ওয়াটার যোগ করতে পারি। ৬৭ শতাংশ জল যেটা আমরা প্রতিদিন ব্যবহার করি বা নষ্ট করি সেটাকে আমরা রি-কানেক্ট করতে পারি গ্রাউন্ড ওয়াটারের সঙ্গে। আমার মনে হয় স্বচ্ছ ভারত মিশন এটা ‘ইমোশনাল হ্যাপিনেস’। তার কারণ,সবাই চায় ভাল থাকতে। সুস্বাস্থ্য নিয়ে থাকতে।কিন্তু স্বাস্থ্যর প্রধান জিনিসই হল, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর। সেটা আমরা সবাই মেনে চলি না। দেখি- নিজের বাড়ির ময়লা অন্য বাড়ির সামনে ফেলে এসে নিজের বাড়িকে পরিষ্কার রাখতে চাই। কিন্তু এভাবে আমরা যে শুধু নিজেরা পরিষ্কার থাকব না বাকিরাও কেউ পরিষ্কার থাকতে পারবে না সেটা আমরা বুঝতে চেষ্টা করি না। তাই ‘ইমোশনাল হ্যাপিনেস’কে ট্রাভেল এন্ড ট্যুরিজম কানেক্ট করে। কারণ, মানুষ যখন খুশিতে আনন্দে থাকে তখন তারা ভ্রমণ করেন। ঘুরতে যান। আমাদের রাজ্যে বেশিরভাগ রাজ্যেই এই অভিযান খুবই সফল হয়েছে। দু’তিন বছর আগে থেকেই এই মিশনটা সফল হয়েছে। আমাদের ৯৯ শতাংশ জেলাতেই ওডিএফ হয়ে গিয়েছে।এটা নিয়ে সচেতনাতে আরও বাড়াতে হবে।”

হেরিটেজ ওয়াক-এ তুলে ধরা হল বারাকপুরের ইতিহাস

এরপর সব শেষে হেরিটেজ ওয়াক কর্মসূচিতে অংশ নেয় অ্যাসোসিয়েশনের স্কল সদস্য সহ ছাত্র-ছাত্রীরা। এই হেরিটেজ ওয়াকে ভারত সরকারের পর্যটন মন্ত্রকের ট্যুরিস্ট গাইড দেবশ্রী সাহা বারাকপুরের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। কলকাতা থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত এই বারাকপুর শহরের আয়তন ১০.৬১ বর্গকিলোমিটার।বারাকপুরের ইতিহাস সম্পর্কে তিনি তুলে ধরেন নানা তথ্য, যা উপস্থিত ট্যুর অপারেটর থেকে শুরু করে ট্রাভেল এজেন্টদের মুগ্ধ করেছে। আগামিদিনে তারা বারাকপুরে ভিন রাজ্য থেকে আসা পর্যটকদের ঘুরিয়ে দেখানোর কিংবা বিশেষ প্যাকেজ ট্যুর করারা পরিকল্পনার কথাও ভাবছেন বলে জানিয়েছেন।

Read more news:

PATA ট্রাভেল মার্ট 2023: নয়াদিল্লিতে 4 অক্টোবর থেকে আয়োজন করছে পর্যটন মন্ত্রক

এন্টারপ্রাইজিং ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন

এন্টারপ্রাইজিং ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন কি এবং এদের উদ্দেশ্যই কি? এই প্রশ্নের জবাবে চেয়ারম্যান কৌশিক ব্যানার্জি সংবাদ প্রভাকর টাইমস-কে জানান- “এটা প্যান ইন্ডিয়া’র একতা অর্গানাইজেশন। ২৫ বছর আমরা পার করলাম। সারা ভারতে সাড়ে আটশো সদস্য আছে। আমরা যে কাজটা করি, তা হল- মিফইওকার এবং ছোট ট্রাভেল এজেন্টরা আছে তাদের তুলে ধররার চেষ্টা করি। তাদের নানাভাবে পর্যটন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে থাকি।এখানে আমরা এজেন্ট যারা আছি নিজেদের মধ্যে ব্যবসা করে। সবাইকে সাপোর্ট দিয়ে পর্যটনকে গড়ে তোলার জন্যই এই অ্যাসসিয়েশনটা করা।”

Published on: অক্টো ১, ২০২৩ at ২৩:২৮


শেয়ার করুন