“মিথ্যাবাদী বিজেপিকে এবারও বাংলার মানুষ প্রত্যাখ্যান করবে”-দাঁতনে বললেন তৃণমূল নেতা

Main রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

সংবাদদাতা- বাপ্পা মন্ডল

ছবি- বাপন ঘোষ

Published on: মার্চ ২৭, ২০১৯ @ ১০:১৯

এসপিটি নিউজ, দাঁতন, ২৬ মার্চঃ এবারের লোকসভা ভোট পশ্চিমবঙ্গে কার্যত হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই। বামেদের সঙ্গে কংগ্রেসের মহাজোট ভেস্তে যাওয়ার পর এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে তা দেখে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। কোথাও বিজেপি তোপ দাগছে তৃণমূলের বিরুদ্ধে আবার কোথাও তৃণমূল তোপ দাগছে বিজেপির বিরুদ্ধে। মাঝখানে কংগ্রেস কিংবা বাম দলগুলি যেন তৃতীয় পক্ষ হয়ে দাঁড়িয়ে আছে।মঙ্গলবার দাঁতনের সভায় ঠিক সেভাবেই বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক আক্রমন শানাল তৃণমূল কংগ্রেসের নেতারা।

এদিনের সভায় উপস্থিত হয়ে পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি অজিত মাইতি বিজেপিকে এক হাত নেন। তিনি বলেন-“হিংসা ও সন্ত্রাসকে হাতিয়ার করে এবং মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী বৈতরনী পার হওয়ার চেষ্টা করছে বিজেপি। কিন্তু বাংলার মানুষ মিথ্যাবাসী বিজেপিকে আগের মতোই এবারও প্রত্যাখান করবে।” তিনিই এদিন মেদিনীপুরের দলীয় প্রার্থী ডা. মানস ভুঁইয়ার সমর্থনে মানুষের কাছে ভোট ভিক্ষা করেন। তিনি বলেন- মানসবাবু কাজের মানুষ। আপনারা তাঁকে ভোট দিয়ে আশীর্বাদ করবেন।

প্রার্থী মানসবাবু বলেন- “বাংলার উন্নয়নকে অব্যাহত রাখতে আপনারা আমাকে আশীর্বাদ করবেন। আমি আপনাদের পাশে থাকবো। এলাকার দাবি-দাওয়া নিয়ে সংসদে বলব।” রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন-“গত পাঁচ বছরে কেন্দ্রের বিজেপি সরকার বাংলার উন্নয়নে কোন কাজ করেনি। বাংলার উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার চক্রান্ত করেছে। জাত-পাত-ধর্ম নিয়ে রাজনীতি করে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করছে বিজেপি।” এরপর তিনি বলেন- ” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বাংলার নেত্রী নন তিনি দেশের নেত্রী। তাই আপনারার তাঁর হাতকে শক্তিশালী করে তোলার জন্য তাঁর স্নেহধন্য ডা. মানস ভুঁইয়াকে ভোট দিয়ে আশীর্বাদ করুন।”

Published on: মার্চ ২৭, ২০১৯ @ ১০:১৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 6 =