Published on: জানু ১১, ২০১৮ @ ২০:০২
এসপিটি নিউজ, মেদিনীপুর, ১১ জানুয়ারিঃ গত সোমবারই মেদিনীপুরের পুলিশ বিজেপি নেতা আনিসুর রহমান ও তার সঙ্গী হবিবুর রহমানকে গ্রেফতার করেছিল। সেদিন আদলত এই দুজনকে ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল। সেই মেয়াদ শেষ হওয়ার পর বৃহস্পতিবার ফের দুজনকে আদালতে তোলা হয়। এদিন বিচারক ধৃত দুজনকে সাত দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।
তার আগে বিচারকের কাছে এক গোপন জবানবন্দি দেয় সেই তরুণী। সেই মতো বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস, অপহরণ করে খুনের চেষ্টা ও প্রাক্তন প্রেমিকাকে আত্মহত্যা করতে প্ররোচনা দেওয়ার অভিযোগে পাঁশকুড়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান কাউন্সিলর বিজেপি নেতা আনিসুর রহমান ও তার সঙ্গী হবিবুর রহমানকে গ্রেফতার করেছিল।এদিন ধৃতদের আইনজীবীরা জামিনের আবেদন জানান। দুই পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর বিচারক ধৃত দু’জনের জামিনের আবেদন খারিজ করে সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
এর পর আদালত থেকে কড়া পুলিশি প্রহরায় মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে নিয়ে যাওয়া হয় আনিসুর রহমান ও হবিবুর রহমানকে।
Published on: জানু ১১, ২০১৮ @ ২০:০২