মুখ্যমন্ত্রীর সফরের আগে শালবনীতে সভাস্থল পরিদর্শনে প্রশাসনিক কর্তারা, তৈরি অস্থায়ী হেলিপ্যাডও

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                   ছবি-রামপ্রসাদ সাউ

Published on: জানু ১১, ২০১৮ @ ২০:৫২

এসপিটি নিউজ, শালবনী, ১১ জানুয়ারিঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শালবনী সফর ঘিরে এখন চূড়ান্ত প্রস্তুতি চলছে। ডেবরায় করা হয়েছে একটি অস্থায়ী হেলিপ্যাড। ১৫ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শালবনীতে জিন্দাল গোষ্ঠীর সিমেন্ট প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এখন চলছে তারই প্রস্তুতি।বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক জগদীশ প্রসাদ মীনা, পুলিশ সুপার অলোক রাজোরিয়া, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, সহ সভাধিপতি অজিত মাইতি অন্যান্য জনপ্রতিনিধিরাও সভাস্থল ঘুরে দেখেন।

মুখ্যমন্ত্রীর সভাস্থল কিংবা তার আশপাশে কোথাও যাতে কোনও রকম অপ্রিতীকর অবস্থা না ঘটে তার জন্য প্রশাসনিক পর্যায়ে সবরকমের প্রস্তুতি নেওয়া হয়েছে।জিন্দলদের কারখানার চারপাশে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।১৫ জানুয়ারি জিন্দল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দল সহ তাঁর পরিবারের সদস্যরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে হাজির থাকবেন।

ভাদুতলা থেকে কারখানা পর্যন্ত একাধিক তোরণ করা হয়েছে। বৃহস্পতিবার ডেবরার অস্থায়ী হেলিপ্যাডে একটি হেলিকপ্টার ট্রায়ালও শুরু করে।

Published on: জানু ১১, ২০১৮ @ ২০:৫২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 3 = 1