সংবাদদাতা-বাপ্পা মন্ডল ছবি-রামপ্রসাদ সাউ
Published on: মার্চ ৫, ২০১৮ @ ২২:৩৬
এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ৫ মার্চঃ দলের পঞ্চায়েত সম্মেলনে এসে দলের কর্মীদের যেমন সহনশীলতার বার্তা দিলেন ঠিক তেমনই বিজেপি নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। কর্মীদের উদ্দেশ্যে তিনি সাফ জানিয়ে দেন, অনেকেই আপনাদের বলে বেড়াচ্ছেন টিকিট দেবেন, তারা নিজেরা টিকিট পাবেন কি না আগে সেটা তারা চিন্তা করুন। দলে অনেক দিনের পুরনো কর্মীদের উপর নেতৃত্ব নজর রাখছে তাদের উপেক্ষা করতে নিষেধ করেন তিনি।সেই সঙ্গে তিন এদিনের সম্মেলনে দলীয় কর্মীদের জানিয়ে দেন কানা, খোড়া, ল্যাংরা, বোবা প্রার্থী যেই হোক না কেন দলের প্রতীকে যাকে দেওয়া হবে তাকেই সমর্থন করতে হবে।
এদিন ঝাড়গ্রাম রাজ কলেজের মাঠে ঝাড়গ্রাম জেলা পঞ্চায়েত রাজ সম্মেলনে যোগ দিতে এসে দলীয় কর্মী দের উদ্দেশ্যেীমন বার্তাই দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী।তিনি আরও বলেন,কয়েক দিন আগে দিলীপ ঘোষ বলেছিলেন পঞ্চায়েত নির্বাচনকে শেষ পর্যন্ত শ্মশানে নিয়ে যাবেন। এটি তৃণমূলের শাসনকালে বাক স্বাধীনতা আছে বলেই বলতে পারছেন।সিপিএমের শাসনকাল হলে জীব টেনে ছিড়ে দিত।
দলে এমন মানুষ আছে যারা পঁচিশ-ত্রিশ বছর ধরে দলের হয়ে কাজ করছে কিন্তু কোন পদ চান না।তাদের উপেক্ষা করবেন না, দল তাদের উপর নজর রাখছে।একই সঙ্গে তিনি বলেন, এখন থেকে অনেকে বলে বেড়াচ্ছেন টিকিট দেবেন, তার নিজের টিকিট পাবেন কি না সেটাই চিন্তা করুণ।
মোদির উদ্দেশ্যে বলেন, ভারত বর্ষের মানুষ আওয়াজ তুলেছেন।মোদি দেশের তিজোরির চৌকিদার হয়ে তিজোরি ফাঁকা করে ঘুমোচ্ছেন।দেশে তিজোরির চৌকিদার প্রয়োজন নেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মানুষের চৌকিদার হয়ে মানুষ কে পাহারা দেবেন,দেশ সেই পথেই এগোচ্ছে।
এদিনের সভায় উপস্থিত ছিলেন,ঝাড়গ্রাম জেলার সভাপতি অজিত মাইতি,জেলার দুই কার্যকরী সভাপতি তথা অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের মন্ত্রী চুড়ামণি মাহাত,বিধায়ক সুকুমার হাঁসদা, বিধায়ক দুলাল মুর্মু সহ জেলার একগুচ্ছ নেতৃত্ব।
Published on: মার্চ ৫, ২০১৮ @ ২২:৩৬