নিউ কোচবিহার স্টেশনে খোঁজ মিলল ঘাটালের ‘ফার্স্ট বয়’ সুজিতের, লাইনে ক্লোজ হলেন ঘাটাল থানার ওসি

এসপিটি এক্সক্লুসিভ রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মন্ডল

Published on: মার্চ ১৩, ২০১৮ @ ১৬:১২

এসপিটি নিউজ, ঘাটাল, ১৩ মার্চঃ মাধ্যমিক পরীক্ষা দিতে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়া ঘাটালের ‘ফার্স্ট বয়’ সুজিত বায়েনের খোঁজ মিলল উত্তরবঙ্গে।নিউ কোচবিহার স্টেশন থেকে তাকে উদ্ধার করা হয়েছে এদিন রাতে। পুলিশ তাকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করছে। এখনও পর্যন্ত একানে আসার কারণ জানা যায়নি। ঘাটালের যোগদা সৎসঙ্গের ফার্স্ট বয় সুজিত বায়েনের সোমবার থেকে গায়েব হয়ে যাওয়াকে কেউ মেনে নিতে পারেনি। দানা বাঁধে রহস্য।এই ঘটনার জেরে ঘাটাল থানার ওসিকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়।

জানা গেছে, স্কুলে টেস্টে এবার সে ৬২৫ নম্বর পেয়ে প্রথম স্থান পায়। স্কুলের শিক্ষকদের তার উপর ভরসা আছে। তারা জানত মাধ্যমিক পরীক্ষায় সে ভাল ফল করবে। কিন্তু সব গোলমাল পাকিয়ে গেল মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরেই, যখন জানা গেলে সে পরীক্ষাতেই বসেনি। এমনকি সে পরীক্ষা দিতেও আসেনি।তাহলে সে গেল কিভাবে কোচবিহার?

এই প্রশ্ন এখন তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে স্কুলের শিক্ষক থেকে শুরু করে বাড়ির লোকজনদের।পরিবার সূত্রে জানা গেছে, সোমবার পরীক্ষা দিতে যাওয়ার আগে বাড়িতে বাবার সঙ্গে শেষ কথা হয় বেলা দশটার সময় সুজিতের।কিন্তু পরিক্ষা শেষ হয়ে যাওয়ার পর বিকেল তিনটের পর তাকে আর ফোনে পাওয়া যায়নি।

স্কুলের প্রধান শিক্ষক গৌরীশঙ্কর বাগ উদ্বেগ প্রকাশ করে জানান, সিসিটিভি-র ফুটেজ অনুযায়ী সোমবার বেলা ১০টা১৫ মিনিট নাগাদ পরীক্ষা দেওয়ার জন্য হস্টেল থেকে সে বেরিয়েছিল। জলসরা হাইস্কুলে সেন্টার পড়েছিল। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে সেখানে সে পরীক্ষা দিতে যায়নি। এখানেই রহস্য দানা বেঁধেছে।

এমন ঘটনার পর স্বভাবতই স্কুলের এমন হস্টেল কিংবা স্কুল কিংবা বাড়ির লোকজনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

প্রশ্ন-১)পড়াশুনোর সুবিধার জন্য বাড়ির লোকজন ছেলেকে হস্টেলে রেখেছে ঠিকই, তাই বলে ছেলের মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন বাড়ির কোনও সদস্য সেখানে আসবেন না?

প্রশ্ন-২) একজন ছাত্র হস্টেল থেকে বেরিয়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছে কিনা সেটা স্কুল কতৃপক্ষের কি দেখা উচিত নয়?

প্রশ্ন-৩)সিসিটিভি রেখে হস্টেলের ভিতরে ছাত্রদের গতিবিধি দেখা যায়, তাহলে এই ছাত্ররা বাইরে বেরোলে তার দায় কার উপর বর্তাবে, কি জবাব আছে স্কুল কতৃপক্ষের কাছে?

প্রশ্ন-৪) স্কুল কতৃপক্ষ যদি হস্টেলের ছাত্রদের দায়িত্ব এইভাবে নেন তাহলে তারা মাধ্যমিক পরীক্ষার সময় ছাত্রদের বাড়ির লোকজনকে কি হস্টেলে আসতে বলেছিলেন? এসব অনেক প্রশ্ন কিন্তু ঘনীভূত হতে শুরু করেছে। তবে এই ঘটনার দায় কিন্তু স্বাভাবিকভাবেই স্কুল, হস্টেল কতৃপক্ষ থেকে বাড়ির লোকজনের উপর পড়বে বলেই মনে করছে সাধারণ মানুষ।

Published on: মার্চ ১৩, ২০১৮ @ ১৬:১২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 73 = 78