
সংবাদদাতা–কৃষ্ণা দাস
Published on: নভে ২, ২০১৮ @ ২৩:৩২
এসপিটি নিউজ, শিলিগুড়ি, ২ নভেম্বরঃ আসামে পাঁচজন বাঙালির হত্যার ঘটনায় সরব হল বামফ্রন্ট। শুক্রবার শিলিগুড়িতে তাদের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে দার্জিলিং জেলার বাম বিধায়ক জীবেশ সরকার বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন-“একদিকে মুল্যবৃদ্ধি ও অন্যদিকে মানুষ খুন করার রাজনীতি এটা বিজেপি ও আরএসএস এর ভয়ঙ্কর ষড়যন্ত্র মূলক ভুমিকা।একই সঙ্গে তিনি রাজ্য সরকারেরও কড়া সমালোচনা করেন।
এদিনের সভায় জীবেশবাবু বলেন, একদিকে কেন্দ্র ও অন্যদিকে রাজ্য, উভয় সরকারের জনবিরোধী নীতি ও করের বোঝায় সাধারণ মানুষের জীবনযাপন বর্তমানে ওষ্ঠাগত।পেট্রোপন্যের দাম ওঠানামা করে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম বাড়া কমার ওপর। কিন্তু আশ্চর্যের বিষয় যেখানে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম কমছে তখন এই দেশে পেট্রোল ডিজেল, কেরোসিন ও রান্নার গ্যাস সহ পেট্রোপন্যের দাম ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
সেইসঙ্গে তিনি আরও জানান, পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধিতে পেট্রোল ডিলার লিটার প্রতি ১০ থেকে ১২টাকা করে মুনাফা করছে। কেন্দ্র করছে ১৫থেকে ১৬টাকা আর রাজ্য লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের ওপর মুনাফা করছে ২৮থেকে ৩০টাকা। আর এ সব কিছুর ভুক্তভোগী হতে হচ্ছে সাধারন মানুষকে।পাশাপাশি রাজ্যে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদেও সরব হন এই বাম নেতা।
এদিন বামেদের এই বিক্ষোভ কর্মসূচিতে জীবেশ সরকার ছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক তথা মেয়র অশোক ভট্টাচার্য সহ জেলার নেতা-কর্মীরা।
Published on: নভে ২, ২০১৮ @ ২৩:৩২