পুলিশকে নিয়ে এসব কী বললেন দিলীপ ঘোষ

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                                    ছবি-রামপ্রসাদ সাউ

Published on: এপ্রি ২৭, ২০১৮ @ ২৩:০৯

এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ২৭ এপ্রিলঃ পশ্চিমবঙ্গের রাজনীতিতে অনেক নেতা এসেছে। রাজ্যবাসী তাদের দেখে এসেছে। কিন্তু সাম্প্রতিককালে বিজেপির রাজ্য সভাপতি তাদের সবাইকে একটা বিষয়ে সবাইকে ছাপিয়ে যাচ্ছে। তা হল ভাষার প্রয়োগ। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পুলিশ কেউ বাদ যাচ্ছে না তার অশ্লীল মন্তব্য থেকে।শুক্রবার ঝাড়গ্রামের সাঁওতালডিহাতে পঞ্চায়েত ভোটের প্রচারে এসে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এদিন পুলিশ প্রশাসনকে এক হাত নিলেন। সরাসরি বললেন-পুলিশ তো নেতার বাড়ির ঝিয়ের কাজ করে, তারা কি আমাদের কথা শুনবে!আমরা যেদিন ক্ষমতায় আসব সেদিনও ওরা তাই করবে।

এদিন দিলীপ ঘোষ বলেন, আমাদের মুখ্যমন্ত্রী বলেছিল বিরোধী শূন্য করতে হবে পঞ্চায়েতকে। আমরা ৩৮ হাজার মনোনয়ন জমা দিয়েছি। কিন্তু কিছু কিছু জেলায় পুলিশ, লিডার, ক্যাডার , গুন্ডা মিলে সব জায়গায় মারপিট করেছে। পুলিশের সঙ্গে তো আর মারপিট করতে পারি না, ওরা চাকরি করে সরকারি চাকরি।  আরে আমরা জিতে গেলেও তাই করবে, পুলিশের কাজই এই নেতার ঘর ঝাঁট দেওয়া, বাজার করে দেওয়া, ছেলেপুলেদের স্কুলে পৌঁছে দেওয়া, আজকে পশ্চিমবাংলার পুলিশ এইসব করে।

এখানেই থেমে থাকেননি বিজেপির এই নেতা। তিনি বলতে থাকেন, নেতার বাড়ির ঝিয়ের কাজ করে তারা কি আমাদের কথা শুনব! আর আমরা যেদিন ক্ষমতায় আসব তখনও তাই করবে, আমরা যখন বলব ঐ ব্যাটাকে ধরে নিয়ে আয়-আসবে। ওকে দু ডান্ডা দে- দেবে। ওকে চারদিন থানায় রাখবে। এই ভাবে কটাক্ষ করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বর্তমান সরকারকে ।

এরপর তার হুঁশিয়ারি-তৃণমূল ভেবে ছিল নমিনেশন করতে দেবে না, তাই ভোটও হবে না। কিন্তু বিজেপি এসে গেছে, আমরা নমিনেশনও করব আর ভোটেও জিতব। আমরা সুপ্রিম কোটেও জিতেছি ,হাইকোর্টেও জিতেছি আর ভোটেও জিতব সব জায়গায় হারাব তৃণমূলকে।

Published on: এপ্রি ২৭, ২০১৮ @ ২৩:০৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 7 =