এবার কেদারনাথে পালিত হবে ইকো ফ্রেন্ডলি দীপাবলী, জ্বলবে এত হাজার প্রদীপ

Main দেশ ধর্ম ভ্রমণ
শেয়ার করুন

Published on: নভে ১, ২০১৮ @ ২২:৩৫

এসপিটি নিউজ ডেস্কঃ পরিবেশ সংরক্ষণের বার্তা দিতে এবছর কেদারনাথ ধামে ইকো ফ্রেন্ডলি দীপাবলী মানা হবে। এজন্য দীপাবলীর রাতে মন্দির প্রাঙ্গনে ৫ হাজার প্রদীপ দিয়ে সাজানো হবে। স্থানীয় প্রশাসন, পুলিশ ও তীর্থস্থানের পুরোহিতরা ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

সমুদ্রপৃষ্ঠ থেকে ১১ হাজার ৫০০ ফুট উঁচুতে অবস্থিত প্রতি বছর দেবাদিদেব মহাদেবের এই তীর্থ ক্ষেত্র কেদারনাথ ধামে দীপাবলী পালিত হয়।এদিন গোটা মন্দির চত্বরকে ৫ হাজার প্রদীপ দিয়ে সাজানো হবে। এক সঙ্গে এত প্রদীপ জ্বলতে দেখা যাবে যা হিমালয়ের কোলে বাবা ভোলানাথের এই ধামকে অমাবস্যার রাতে আলোকিত করবে। ছড়িয়ে যাবে আলোর শিখা।থাকবে পৌরানিক রীতি মেনে নানা আচার-অনুষ্ঠানও।

এজন্য স্থানীয় প্রশাসন ছাড়াও বদরী-কেদার মন্দির সমিতির সঙ্গে হাত লাগিয়েছেন স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে তীর্থক্ষেত্রের পুরোহিতরাও।এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার বিষয়টি ফাইনাল না হলেও সম্ভাবনা আছে। সেই মতো প্রস্তুতি নেওয়াও শুরু হয়ে গেছে।

ধামের আশপাশে ৫০জন পুলিশ কর্মী থাকবে, কিন্তু প্রধানমন্ত্রী এলে সেই সংখ্যা বেড়ে ৩০০ হয়ে যাবে। কেদারনাথ পুলিশ চৌকির আধিকারিক বিপিন চন্দ্র পাঠক জাগরন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, দীপাবলীর জন্য মাটি দিয়ে প্রদীপ বানানোর কাজ শুরু হয়ে গেছে। সেদিন পুলিশ চৌকির চারপাশ প্রদীপ দিয়ে সাজিয়ে তোলা হবে।

মন্দির সমিতির কার্যকর্তা এমপি আমলোকি জানান, দীপাবলী উৎসবের জন্য ধামে সেদিন প্রচুর পর্যটকদের সমাগম হবে। জেলাশাসক জানান, দীপাবলী উৎসব পালনের প্রস্তুতি জোর কদমে চলছে। সেই সঙ্গে পরিবেশ দূষনের হাত থেকে হিমালয়কে রক্ষা করার যা উদ্যোগ নেওয়া হয়েছে সেই বার্তা গোটা বিশ্বে পৌঁছে দেওয়া হবে।

Published on: নভে ১, ২০১৮ @ ২২:৩৫


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 33 = 38