
Published on: সেপ্টে ২৭, ২০২৪ at ২১:০২
এসপিটি নিউজ, কলকাতা, ২৭ সেপ্টেম্বর: রাইজিং রাজস্থান ওভারসিজ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল মিট-এর তত্ত্বাবধানে রাজস্থান ওভারসিজ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল মিটের আয়োজন করা হয়েছে ২৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টা থেকে পুরুলিয়া রোডের স্বর্ণ ভূমি ব্যাঙ্কুয়েট হলে। এই অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। এবং অনুষ্ঠানকে সফল করতে এবং বৃহত্তর পরিসরে প্রস্তুতির জন্য মহারাজা অগ্রসেন ভবন মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাড়োয়াড়ি সমাজের সকল প্রধান সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন। মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মাকে সমস্ত প্রতিষ্ঠানের দ্বারা অভ্যর্থনা ও অভিনন্দন জানানো হবে।
রাজস্থান সরকারের প্রতিনিধি অমিত সিংগাল, হিংলাজ দান রত্নু, রোহিত শর্মা, প্রাক্তন সাংসদ মহেশ পোদ্দার, প্রাক্তন সাংসদ অজয় মারু, ভাগচাঁদ পোদ্দার, গোবর্ধন প্রসাদ গাদোদিয়া, বিনয় সারাওগী, বসন্ত মিত্তাল, সুরেশ চন্দ্র আগরওয়াল, প্রমোদ আগরওয়াল, মনোজ চৌধুরী, কিষাণ উপস্থিত ছিলেন। সাবু, চণ্ডী প্রসাদ ডালমিয়া, রতনলাল বাঙ্কা, সজ্জন পাডিয়া, রবি শর্মা, অশোক নরসারিয়া, অনিল আগরওয়াল, মনোজ বাজাজ, মুকেশ কাবরা, রমন ভোদা, নির্মল বুধিয়া, নরেশ বাঙ্কা, সঞ্জয় সরফ, সৌরভ বাজাজ, বিশাল পাডিয়া প্রমুখ। উপস্থিত ছিল
অনুষ্ঠানের মিডিয়া ইনচার্জ সঞ্জয় সরফ এ তথ্য জানান।
Published on: সেপ্টে ২৭, ২০২৪ at ২১:০২