আক্রান্ত বিজেপি জেলা সভাপতির কটাক্ষ-মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেও শিলিগুড়িতে দুষ্কৃতীরাজ, কি করছে পুলিশ

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-কৃষ্ণা দাস

Published on: নভে ২, ২০১৮ @ ২৩:৩৮

এসপিটি নিউজ, শিলিগুড়ি, ২নভেম্বরঃ নিজের বাড়ির সামনে দুষ্কৃতীর হামলা। হাত থেকে মোবাইল ফোন কেড়ে নেবারও চেষ্টা হল। শিলিগুড়ি শহরের উপকণ্ঠে এমন ঘটনায় হতচকিত বিজেপির দার্জিলিং জেলা সভাপতি অভিজিৎ রায় চৌধুরি। এই ঘটনার পর তিনি শিলিগুড়ি শহরের নাগরিকদের নিরাপত্তা, সুরক্ষার ও আইনের অবনতির অভিযোগ তুলে পুলিশ প্রশাসনকে এক হাত নিয়েছেন। প্রশ্ন তুলেছেন-এটা এমন সময় ঘটল যখন রাজ্যের মুখ্যমন্ত্রী খোদ শিলিগুড়ি ষরে উপ্সথিত ছিলেন। তাঁর উপস্থিতিতেই চলছে দুষ্কৃতীরাজ, কি ক্রছে মুখ্যমন্ত্রীর পুলিশ?

বিজেপি সুত্রে জানা গেছে, গত ১ নভেম্বর রাত ১০টা ৩০নাগাদ, দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফিরছিলেন বিজেপি জেলা সভাপতি অভিজিৎ রায় চৌধুরি। শিলিগুড়ি অন্যতম জনবহুল অঞ্চল আশ্রমপাড়ার রামকৃষ্ণ রোডে, তার নিজ বাসগৃহে ঢোকার মুখে দুই বাইক আরোহী দুষ্কৃতী তার ওপর আক্রমন করে। ওইসময় তার নিরাপত্তা রক্ষী ও অন্যান্য মানুষের সামনেই তার মোবাইল ফোনটি ছিনিয়ে নেবার চেষ্টা করে তারা। সেই ধ্বস্তাধস্তিতে তার মোবাইল ফোনটি মাটিতে পরে গিয়ে ভেঙে যায়। এরপরই তারা ঘটনাস্থল থেকে চম্পট দেয়।

এরপরই অভিজিৎবাবু স্থানীয় পানিটাঙ্কি ফাড়িতে এই বিষয়ে অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ, এ ধরনের ঘটনা শিলিগুড়ির আশ্রমপাড়া, হাকিমপাড়া সহ শহরের অনাচে-কানাচেতে প্রায় রোজই ঘটে চলেছে। তার ওপর এদিন স্বয়ং মুখ্যমন্ত্রী রয়েছেন শিলিগুড়িতে। কিন্তু পুলিশ কাউকে গ্রেফতার করতে সক্ষম হচ্ছে না। পুলিশ শুধুমাত্র মুখ্যমন্ত্রীর সুরক্ষা প্রদান এবং বিজেপির নেতাদের পেছনে গোয়েন্দা গিরি করতে ব্যস্ত কিন্তু শিলিগুড়ির সাধারণ মানুষকে সুরক্ষা দিতে ব্যর্থ।

Published on: নভে ২, ২০১৮ @ ২৩:৩৮

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

84 − = 79