THAILAND এখন সুরক্ষিত, পর্যটকদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সরকার-আয়ুধ্যা

Main দেশ ভ্রমণ
শেয়ার করুন

থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে এক সাংবাদিক বৈঠকে সেদেশের ট্যুরিজমের এশিয়া এবং প্যাসিফিকের ইন্টারন্যাশনাল মার্কেটিং-এর ডেপুটি গভর্নর ছাত্তান কুঞ্জরা না আয়ুধ্যা জানালেন বর্তমান পরিস্থিতির কথা। সংবাদ প্রভাকর টাইমস-এর প্রধান সম্পাদক অনিরুদ্ধ পাল রেখেছিলেন কিছু প্রশ্ন।

Published on: মার্চ ৯, ২০২০ @ ১৭:০৬

Reporter: Aniruddha Pal

ব্যাঙ্কক  থেকে ফিরে

এসপিটি নিউজ, ৯ মার্চ:  থাইল্যান্ডের পর্যটন শিল্প বিশ্বের মধ্যে একটা ভালো জায়গা করে নিয়েছে। দেশের অর্থনীতির একটা বড় অংশ নির্ভর করে পর্যটন শিল্পের উপর। কিন্তু সাম্প্রতিককালে কোভিড-19 বা করোনাভাইরাসের আতঙ্কে বিশ্বের অর্থনীতিতে একটা বড় প্রভাব পড়েছে।থাইল্যান্ডেও সেই প্রভাব পড়লেও তারা যে এখন বেশ সুরক্ষিত সেটা বোঝাতে এবং সেই বার্তা দিতেই তারা ভারত থেকে সংবাদ মাধ্যম ও ট্রাভেল এজেন্টদের এক প্রতিনিধি দলকে নিয়ে গেছিল দেখাতে। আর সেই উপলক্ষে সাংবাদিক বৈঠকে থাইল্যান্ড ট্যুরিজম বিভাগের ডেপুটি গভর্নর ছাত্তান কুঞ্জরা না আয়ুধ্যা তুলে ধরেন দেশের বর্তমান পরিস্থির ছবি এবং পরিষ্কার করে দেন থাউল্যান্ড এখন সকলের জন্য সুরক্ষিত। এখানে ভ্রমণে কোনও অসুবিধা নেই। সরকার সর্বদা পর্যটকদের পাশে আছে।বাড়িয়ে দিয়েছে সহযোগিতার হাত

গোটা বিশ্বে যে ভাইরাসের আতঙ্ক ছড়িয়েছে তাতে সব থেকে বেশি যে চারটি দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে তারা হল- চিন, কোরিয়া, ইতালি ও ইরান। কিন্তু থাইল্যান্ড সেক্ষেত্রে পুরোপুরি সুরক্ষিত রাখতে অবিরাম প্রয়াস জারি রেখে চলেছে। থাইল্যান্ড যে এখন সুরক্ষিত আছে সেকথাও পরিষ্কার করে দেন আয়ুধ্যা। তিনি জানান, “আমাদের জনস্বাস্থ্য মন্ত্রণালয় সর্বদা আমাদের সহযোগিতা করে চলেছে। পর্যটকরা যাতে কোনও ভাবেই অসুবিধার সম্মুখীন না হয় সেটা দেখাও আমাদের কর্তব্য। আমাদের কর্মীরা তাদের পাশে রয়েছে। কেন্দ্রীয় সুবিধাও আমরা পাচ্ছি। তবে এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছে। স্বাভাবিক হয়ে এসেছে থাইল্যান্ড।”

পর্যটকদের সুরক্ষিত রাখতে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে

আয়ুধ্যা জানান- ” আমরা পর্যটকদের সুরক্ষিত রাখতে তাদের জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা সব সময় বলছি- হাত পরিষ্কার রাখতে। সময় সময় হাতে স্যানিটাইজ জেল দিয়ে হাত ধুতে।আমরা আমাদের দেশে সর্বত্র রাস্তাঘাট থেকে শুরু করে দোকান-বাজার পরিষ্কার রাখার প্র্যাস জারি রেখেছি। যাতে করে কোনও পর্যটককেই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে পড়তে না হয়।”

পর্যটন ব্যবসায় প্রভাব পড়েছে

সাম্প্রতিক পরিস্থিতিতে অল্প হলেও থাইল্যান্ডের পর্যটন ব্যবসায় প্রভাব পরেছে। একথা স্বীকার করে নেন থাইল্যান্ড পর্যটন বিভাগের এই শীর্ষ কর্তা ডেপুটি গভর্নর ছাত্তান কুঞ্জরা না আয়ুধ্যা। তিনি বলেন- ” অবশ্যই প্রভাব পড়েছে। শুধু মাদের দেশঅই নয় প্রতিটি দেশেই এর প্রভাব পড়েছে। কিন্তু আমরা আমাদের দেশের রাজস্ব অনেকাংশে নির্ভর করে থাকে পর্যটন শিল্পের উপর। আমাদের এই ব্যবসা আমাদের দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।”

বিবাহ অনুষ্ঠানের জন্যও জনপ্রিয় হয়ে উঠছে এখন থাইল্যান্ড

বিয়ের অনুষ্ঠানের আয়োজন করতে অনেকেই এখন থাইল্যান্ড মুখী হতে শুরু করেছে। আয়ুধ্যা সেকথা জানিয়ে বলেন- “ইতিমধ্যে আমাদের এখানে ৪০০-রও বেশি বিয়ের অনুষ্ঠানের আয়োজন হয়ে গেছে। তবে এখানে শুধু বিয়ের অনুষ্ঠানই নয় নানা ধরনের উৎসব থেকে জন্মদিন সহ এমন অনেক কিছুই এখন আয়োজিত হচ্ছে থাইল্যান্ডে। এখানকার ক্যাটারিং, ফুল সবই বিখতা হয়ে গেছে। যার ফলে হোটেল ব্যবসায়ীরাও এখন অনেক খুশি।

ভারতীয়রা সব সময়ই নতুন গন্তব্য খোঁজে

“আমি সেরকমই কিছু ডেস্টিনেশন জানি- টাইটেনিয়ান, কাঞ্চনাবুরি, সুখোটাই। এসব স্থানই ভালো। আমরা চাইছি ভারতের বাজার ধরতে। সেই মতো আমরা ভারতের কিছু জায়গা যেমন- ভুবনেশ্বর, কোচি, নাগপুর, পুনে, পাতিয়ালাতে থাইল্যান্ড ট্যুরিজমের প্রসার বাড়াতে নানা ধরনের উদ্যোগ নেওয়ার কথা ভেবেছি।এখন আমাদের লক্ষ্য থাইল্যান্ডের পর্যটন ব্যবসাকে আগের জাউগায় ফিরিয়ে আনা।”

Published on: মার্চ ৯, ২০২০ @ ১৭:০৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

94 − = 91