মহারাষ্ট্রের বালেশ্বরে ৫০০ ফুট গভীর খাদে বাস পড়ে ৩০ যাত্রীর মৃত্যু

দেশ
শেয়ার করুন

Published on: জুলা ২৮, ২০১৮ @ ১৭:৪০

এসপিটি নিউজ ডেস্কঃ এক ভয়াবহ বাস দুর্ঘটনায় ৩০জন যাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে মহারাষ্ট্রের বালেশ্বরে রায়গড় জেলার অম্বেনেলী ঘাটের কাছে ৫০০ফুট গভীর খাদে যাত্রী বোঝাই বাসটি পড়ে গেলে এই দুর্ঘটনাটি ঘটে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে কংগ্রেস সভাপতি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

জানা গেছে দাপোলি এগ্রিকালচার ইউনির্ভাসিটি থেকে রায়গড়ের দিকে যাচ্ছিল বাসটি। কিন্তু বাসটি এত উপর দিয়ে নীচে পড়েছে যে যাত্রীদের বাঁচার কোনও সম্ভাবনাই ছিল না। তারপর দুর্ঘটনাগ্রস্ত বাসটির হাল এতই খারাপ হয়ে পগিয়েছে যে উদ্ধারকাজেও খুব জটিলতার সৃষ্টি হয়েছে।

এই দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ট্যুইটে জানান, “দুর্ঘটনায় যারা মারা গিয়েছেন তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই।”

রাষ্ট্রপতি কোবিন্দ জানান, “এত ভয়াবহ দুর্ঘটনার খবর আমাকে মর্মাহত করেছে। আমি শোকসন্তপ্ত পরিবারকে আমার সমবেদনা জানাই। উদ্ধার কাজ চলছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী জানান,” দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি জানাই আমার গভীর সমবেদনা।কংগ্রেস নেতৃত্বের কাছ আমার অনুরোধ আপনারা আপনাদের সাধ্যমতো নিহতদের পরিবারকে সাহায্য করবেন।”

Published on: জুলা ২৮, ২০১৮ @ ১৭:৪০

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 7 = 2