বসন্ত উৎসব ২০২০- ট্রাভেল অ্যাসোসিয়েশনের অসামান্য প্রয়াস

এসপিটি এক্সক্লুসিভ রাজ্য
শেয়ার করুন

Published on: মার্চ ৯, ২০২০ @ ০০:৪২

এসপিটি নিউজ, কলকাতা, ৮ মার্চঃ আজ দোল উৎসব। কিন্তু তার ঠিক দু’দিন আগেই কলকাতায় উদযাপিত হয়ে গেল বসন্ত উৎসব। পি সি চন্দ্র গার্ডেনে এই উৎসবের আয়োজন করেছিল ট্রাভেল অ্যাসোসিয়েশন। আর সেখানে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সুজিত বসু, রাজস্থান পর্যটন বিকাশ নিগমের কলকাতার ভারপ্রাপ্ত আধিকারিক হিঙ্গলাজ দন রত্নু সহ আরও অনেকে।

অনুষ্ঠানে বাংলার সংস্কৃতিকে তুলে ধরে বসন্ত উৎসবের এক অনবদ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। “রাঙিয়ে দিয়ে যাও যাও যাও গো এবার যাবার আগে” কবিগুরুর এই গানের তালে নৃত্য পরিবেশিত হয়। ছোট থেকে বড় সব বয়সের ছাত্রীরা এই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে।

মন্ত্রী সুজিত বসু- বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে স্মরণ করে বসন্ত উৎসবের তাৎপর্য ব্যাখ্যা করেন। রাজস্থান পর্যটন বিকাশ নিগমের আধিকারিক হিঙলাজ দন রত্নু এমন সুন্দর অনুষ্ঠানের আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

Published on: মার্চ ৯, ২০২০ @ ০০:৪২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 8