
Published on: জুন ২৫, ২০২৪ at ০০:০৫
Reporter: Aniruddha Pal
এসপিটি নিউজ, কলকাতা, ২৪ জুন: রবিবার কলকাতায় ইন্ডিয়ান মিউজিয়ামে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এক যোগ শিবিরের আয়োজন করা হয়েছিল। আয়োজনের দায়িত্বে ছিল স্কল ইন্টারন্যাশনাল, ব্রিটিশ ডেপুটি হাই কমিশন কলকাতা এবং ইন্ডিয়ান মিউজিয়াম। এই অনুষ্ঠানের মূল থিম নারীর ক্ষমতায়ন। যোগ শিবিরটি পরিচালনা করেন ভারত সরকারের আয়ুষ মন্ত্রণালয়ের যোগা প্রশিক্ষক মধুসত্তা চৌধুরী।
সারা বিশ্বে নারী শক্তি এক বড় ভূমিকা নিয়েছে। এই নারী শক্তিকে আরও বেশি করে সম্মান দিতে হবে এবং তাদের এগিয়ে যেতে সহযোগিতা করতে হবে। নারীর বিকাশ হলেই সমাজের বিকাশ সম্ভব। এই বার্তাই এদিন দিয়েছেন অতিথিরা। অনুষ্ঠানের শুরুতে ইন্ডিয়ান মিউজিয়ামের পক্ষ থেকে আয়োজক ব্রিটিশ ডেপুটি হাই কমিশনের মিডিয়া হেড অমিত সেনগুপ্ত, ডেপুটি হেড অব মিশন ভরত ডেভ, স্কল ইন্টারন্যাশনাল কলকাতার প্রেসিডেন্ট আমিন আজগর,অভিজিৎ এবং যোগা প্রশিক্ষক মধুসত্তা চৌধুরীকে ভারতীয় তেরঙ্গা সজ্জিত উত্তরীয় পরিয়ে সম্বর্ধিত করা হয় । এরপর তাদের হাতে ইন্ডিয়ান মিউজিয়ামের বই এবং বিশেষ স্মারক তুলে দেওয়া হয়। স্মারক তুলে দেন ভারতীয় জাদুঘরের শিক্ষা আধিকারিক সায়ন ভট্টাচার্য।
উদ্বোধনী ভাষণে বক্তারা বিষয়ের প্রতি আলোকপাত করেন। এরপরেই জাতীয় সংগীত গেয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। মধুসত্তা চৌধুরীর নেতৃত্বেই যোগা শিবিরের সূচনা হয়। শিবিরে অংশগ্রহণকারীদের মধ্যে মেয়েদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই যোগ শিবির প্রায় এক ঘণ্টা মতো চলে।
অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী ভাষণে ভারতীয় জাদুঘরের শিক্ষা আধিকারিক সায়ন ভট্টাচার্য জাদুঘরের ডিরেক্টর অরিজিৎ দত্ত চৌধুরীর পক্ষে এদিনের অনুষ্ঠানের আয়োজক ব্রিটিশ ডেপুটি হাই কমিশন, স্কল ইন্টারন্যাশনালকে ধন্যবাদ জ্ঞাপন করেন এধরনের যোগ শিবিরের আয়োজন করার জন্য। একই সঙ্গে তিনি এদিন জানান যে আগামী ফেব্রুয়ারি মাসে এশিয়ার সবচেয়ে বড় জাদুঘরের ২১১ বছর পূর্তি উদযাপিত হতে চলেছে।
ব্রিটিশ ডেপুটি হাই কমিশনের ডেপুটি হেড অব মিশন ভরত ডেভ বলেন, এই যোগা শিবিরে অংশ নিতে পারায় তিনি খুবই উচ্ছ্বসিত। ভারতে এই যোগ শিবিরে এই প্রথম তিনি অংশ নিলেন। ৪৫ মিনিটের এই যোগা শিবিরে অংশ নেওয়ার অভিজ্ঞতা তার কাছে অনবদ্য। যোগা এখন ইউনাইটেড কিংডমে খুবই জনপ্রিয়। যোগার মাধ্যমে মানসিক ও শারীরিক বিকাশ লাভ ঘটে। যোগা নারীর ক্ষমতায়নে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
স্কল ইন্টারন্যাশন কলকাতার প্রেসিডেন্ট আমিন আজগর জানান, আমরা গর্বিত যে এশিয়ার সর্ব্ববৃহৎ কলকাতার এই ভারতীয় জাদ্গুঘরে এমন একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করতে পেরে। স্কল ইন্টারন্যাশনাল সারা বিশ্বে একটা বড় সংগঠন। আমাদের সংগঠনে ৫০ শতাংশই মহিলা। আমরা মহিলাদের ক্ষমতায়নকে সম্মান জানাই। একদিন আসবে যখন এই কথা আলাদা করে বলতে হবে না। মহিলারাই নেতৃত্বে থাকবেন। দেশে পর্যটন হল রেলের পর সবচেয়ে বড় ক্ষেত্র যেখানে বহু মানুষ কাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন।
এদিন যোগা শিবিরের শেষে ভারতীয় জাদুঘরে ভ্রমণের কর্মসূচি নেওয়া হয়েছিল। এই সুযোগ করে দেওয়া হয়েছিল ভারতীয় জাদুঘরের সৌজন্যে।
এদিনের অনুষ্ঠানে অন্যান্দের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার ইস্টার্ন চ্যাপ্টারের চেয়ারম্যান মানব সোনি, থাইল এয়ারওয়েজের কলকাতার আধিকারিক সাজিদ খান সহ অনেকে।
Published on: জুন ২৫, ২০২৪ at ০০:০৫