Published on: জুন ২২, ২০২৪ at ১৮:১৬
এসপিটি নিউজ, মায়াপুর (নদিয়া), ২২ জুন: প্রতি বছরের ন্যায় এবছরেও ২২শে জুন শনিবার ২০২৪ ইসকনের শাখা কেন্দ্র রাজাপুরে জগন্নাথ মন্দিরে জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানীর স্নানযাত্রা উৎসব উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে মহাসমারহে যথাযথ ধমীয় মর্যাদায় পালিত হয়েছে।এই তিথিতেই মর্ত্যে আবির্ভূত হয়েছিলেন জগন্নাথদেব ৷ শাস্ত্র অনুসারে জৈষ্ঠ্য মাসে পূর্ণিমা তিথিতে স্বয়ম্ভুমনুর যজ্ঞের প্রভাবে জগন্নাথ আবির্ভূত হয়েছিলেন। তাই এই তিথিকে জগন্নাথ দেবের জন্মদিন হিসাবে পালন্ করার নির্দেশ দেন্ স্বয়ং মনুই। সেই জন্মদিন উপলক্ষেই এই স্নানযাত্রা উৎসব পালিত হয়ে আসছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানিয়েছেন- কথিত আছে স্নানযাত্রার পরে শ্রীজগন্নাথদেবের এক পক্ষ কাল দৃশ্যমান থাকেন না। তাঁর জ্বর হয়, লীলা পুরুষত্তম জগন্নাথ দেব জগতের নাথ তিনি, তাঁর আবার জ্বর! এ-সবই তাঁর লীলা। সেই সময় তিনি রাজবৈদ্যের অধীনে চিকিৎসিত হয়ে থাকেন। এই পর্বটিকে ‘অনাসর’ বা ‘অনবসর’ বলা হয়। যেহেতু এই সময়ে দারুব্রহ্মকে দেখা যায় না, সেহেতু তার পটচিত্রে পুজো দেন ভক্তরা।কথিত আছে জ্বর সারাতে দয়িতাপতিরা ওষুধ, পথ্য অর্থাৎ মিষ্টির সের পানা বিশেষ পাচন ও নানা ধরনের মিষ্টান্ন ভোগ দেন। রাজ বৈদ্যের আর্য়ুবেদিক পাচন খেয়ে এক পক্ষকালের মধ্যে সুস্থ হয়ে ওঠেন জগন্নাথদেব। এরপর যখন নবমূর্তিতে জগন্নাথদেব নানা বেশভূষায় সুসজ্জিত হয়ে দর্শন দেন তখন সেই উৎসবকে বলা হয় নেত্রোৎসব বা নবযৌবন উৎসব।
স্নানযাত্রা মহাপ্রভুর স্নানকেন্দ্রিক উৎসব। স্নানযাত্রা পালন হয় বেশ কিছু রীতি মেনে। স্নানযাত্রার আগের সন্ধ্যায় মহাপ্রভু জগন্নাথ,বলদেব,সুভদ্রা,সুদর্শন এবং মদনমোহনের বিগ্রহ শোভাযাত্রা সহকারে স্নানবেদিতে আনা হয়। ভক্তবৃন্দ সকলে বৎসরের একমাত্র এইদিনটিতে স্নানযঙ্গে সামিল হয়ে ভগবান লীলাপুরুষত্তম জগন্নাথদেবের কৃপা লাভ করে। স্নানের পর মহাপ্রভুকে গজবেশে সাজানো হয়। স্নানযাত্রার পর শুরু হয় অনসর।
২১ ও ২২ এই দুইদিন ব্যাপী মহাসমারোহে এই উৎসব পালিত হবে। বিনামূল্যে সকলের জন্য প্রসাদের সুবন্দোবস্ত থাকবে। জাতি- ধর্ম- বর্ণনির্বিশেষে দেশীবিদেশী প্রচুর ভক্ত এই উৎসবে সামিল হয়ে,গঙ্গার জল, ডাব এছাড়াও বিভিন্ন ধরনের ফলের রস দিয়ে তাদের প্রিয় ভগবান জগন্নাথ,বলদেবওসুভদ্রামহারানীকে স্নান করিয়ে পরমেশ্বর ভগবান জগন্নাথদেবের কৃপা লাভ করেন।
Published on: জুন ২২, ২০২৪ at ১৮:১৬