রক্তদান আর মনীষীদের সম্মান প্রদর্শনে মহরম পালন

Main রাজ্য
শেয়ার করুন

 Published on: সেপ্টে ২১, ২০১৮ @ ১৮:৪৮

এসপিটি নিউজ, বারুইপুর ও মেদিনীপুর, ২১ সেপ্টেম্বরঃ নেই অস্ত্রের আস্ফালন। নেই সে চিরাচরিত ছবি। মহরমের পবিত্র দিনে উঠে এল এক শান্তি-সৌহার্দ্যের ছবি। উঠে এল মানবিকতা প্রকাশের ছবি। সত্যি এ যেন এক অসাধারণ মহরম পালন।

কোথাও শোভাযাত্রায় দেখা গেল কচিকাঁচাদের মনীষীর বেশে। আবার কোথাও দেখা গেল রক্তদান শিবিরের আয়োজন করতে।যার মধ্যে উঠে এসেছে এক শান্তির বার্তা।

ত্যাগের মহরমে, মানবতার উদ্ভাসনের লক্ষ্যে নড়িদানা স্বপ্নসন্ধান এক ব্যতিক্রমী আয়োজন করল রক্তদানের মাধ্যমে।বারুইপুর এসডিও অফিসের নিকট জেলা পরিষদ ভবনে আয়োজিত হয় এই রক্তদান শিবির। উন্মাদনার সশস্ত্র সমারোহ নয়, বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারে এ রক্তদানের তাৎপর্য সুদুরপ্রসারী।বাংলার চিরন্তনী সম্প্রীতির আদর্শ নতুন ভাবে সঞ্জীবিত হল।এক জন মহিলা সহ ১৯ জন রক্তদান করেন।সংস্থার সম্পাদক সুমিত মন্ডল জানান, এই রক্তদান স্বপ্নসন্ধানের নিজস্ব, পূর্বঘোষিত সূচি ছিল না।কিন্তু বেশ কিছু সমাজমনস্ক মানুষজনের অনুরোধে এই ত্বরিত কর্মসূচী গ্রহণ করা হয়।

তিনি আরও বলেন, আগামীর শারদ উৎসবের দিনগুলিতেও রক্তদানের ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে সংশ্লিষ্ট ব্যবস্থাপক ক্লাবগুলির উদ্যোগে।স্বপ্নসন্ধান এই প্রয়াসে অনুঘটকের ভূমিকা নেবে।

আজকের একজন রক্তদাতা শাহ আলম সরদার জানান, মহরমের দিনে রক্তদানে তিনি উদ্দীপিত। আরও বেশি সংখ্যক মানুষ যেন ধর্মীয় অনুষ্ঠানের সামাজিক উদ্যোগে যেন সামিল হন।

মেদিনীপুর শহরের মহরমের কোতোয়ালী বাজারে শোভাযাত্রয় দেখা যায় স্বামীজী, গান্ধীজী সহ নানা মনীষীদের বেশে কচিকাঁচাদের।শুক্রবার সকালে দেখা যায় এমন ছবি।

 Published on: সেপ্টে ২১, ২০১৮ @ ১৮:৪৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 5 =