OIC TOURISM COUNTRY হিসেবে ঘোষিত বাংলাদেশ TTF-এ নজর কাড়া প্যাভিলিয়নে দেখাচ্ছে পর্যটনে নয়া দিশা

দেশ বাংলাদেশ ভ্রমণ
শেয়ার করুন

সংবাদদাতা- অনিরুদ্ধ পাল

Published on: জুলা ১৩, ২০১৯ @ ১২:৫১

এসপিটি নিউজ, কলকাতা, ১৩জুলাই: ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই গান আজ স্বাধীন বাংলাদেশের জাতীয় সংগীত।

এই গানের মধ্য দিয়েই তারা দেশের ঐক্য-সম্প্রীতি-সৌহার্দ্যকে স্থাপন করেছে। স্বাধীনতার পর মাত্র ৪৮ বছরেই দক্ষিণ-পূর্ব এশিয়ায় তারা নিজেদের প্রতিষ্ঠিত করেছে। বাংলা-বাঙালির সত্ত্বাকে চির উন্নত শিরে প্রতিষ্ঠিত করেই থামেনি প্রতিটি ক্ষেত্রেই তারা বিশ্বে নিজেদের অস্তিত্বের প্রমাণ দিয়ে চলেছে। ইতিমধ্যে বাংলাদেশ পর্যটন সারা বিশ্বের নজর কেড়েছে। আর তারই ফসল তুলেছে তারা। অর্গানাইজেশন অব ইসলামিক কান্ট্রির কাছ থেকে অর্জন করেছে OIC TOURISM COUNTRY-র মর্যাদাও। বলা যেতে পারে আজ বাংলাদেশ দক্ষিণ-পূর্ব এশিয়ার পর্যটনে এক নয়া দিশা দেখাতে শুরু করেছে। ট্রাভেল এন্ড ট্যুরিজম ফেয়ারে বাংলাদেশ যে অসধাহারণ প্যাভিলয়ন দিয়েছে তা সকলের নজর কেড়ে নিয়েছে।সংবাদ প্রভাকর টাইমস বাংলাদেশের পর্যটন নিয়ে কথা বলে সেদেশের পর্যটন বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তাহারিন তৌহিদার সঙ্গে। তিনি কি বললেন শোনা যাক তাঁর মুখ থেকেই।

তাহারিন তৌহিদা, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড

তাহারিন বলেন-“বাংলাদেশের পর্যটনের সম্ভাবনা প্রতিটি ইঞ্চিতে রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে বলেন বাংলাদেশ অতুলনীয়।ঐতিহ্য, শান্তির, সম্প্রীতির দিক থেকে বলুন বাংলাদেশ অতুলনীয়।পশ্চিমবঙ্গের অনেকেরই আদি বাড়ি এখনকার বাংলাদেশে। আপনাদের সাথে আমাদের ভাষায় মিল আছে। আপনাদের সাথে আমাদের সংস্কৃতিতে মিল আছে। আমাদের পার্বনগুলো একই সাথে হয়। সব কিছু মিলে মানুষ এখন আরও বেশি করে বাংলাদেশমুখী হয়ে উঠছে।”

পর্যটনে ঘটে গেছে বিপ্লব

১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে দীর্ঘ প্রায় ৫০ বছর পার করতে চলেছে। বিশেষ করে এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের হাত ধরে বাংলাদেশ আজ প্রভূত উন্নতি করছে। সেই নিরীখে গত দু’বছরে বাংলাদেশে পর্যটনের ক্ষেত্রেও একটা বিপ্লব ঘটে গেছে বলা যেতে পারে। এখন সেদেশে বিদেশি পর্যটকদের সংখ্যা যেমন বেড়েছে ঠিক তেমনই ভারতীয় পর্যটকদের আগমন অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এই প্রসঙ্গ তুলতেই বাংলাদেশের অসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তাহারিন তৌহিদা জানালেন তাঁর মতামত।

ওআইসি ট্যুরিজম কান্ট্রি বাংলাদেশ

তিনি বলেন-“গত এক বছরে আমরা বাংলাদেশ বিদেশের পর্যটনমন্ত্রীদের নিয়ে একটা আন্তর্জাতিক সম্মেলন করেছি। বিশেষ করে সেখানে অর্গানাইজেশন অব ইসলামিক কান্ট্রিগুলির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেখানে বাংলাদেশকে ওআইসি ট্যুরিজম কান্ট্রি হিসেবে ঘোষণা করা হয়েছে। আগামী দু’বছর আমরা এটাকে স্বাগত জানাব। পাটাতেও বাংলাদেশের সাধারণ পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। পর্যটনের যে বড় বড় মঞ্চগুলি আছে সেখানে বাংলাদেশের পারফরম্যান্স খুব ভাল।

বাড়ছে ভারতীয় পর্যটকদের সংখ্যা

“ভারতীয় পর্যটকদের সংখ্যা দিনে দিনে বাড়ছে বাংলাদেশে। এই প্রসঙ্গে তাহারিন জানালেন- ভারতীয় পর্যটকদের সংখ্যা তো আমাদের দেশে অনেক। শুধু পর্যটন নয় বিজনেস সংক্রান্ত বিষয়েও ভারতীয়রা সেখানে যাচ্ছেন। অনেকে যেমন কাজের জন্য যাচ্ছে তেমনই অনেকে ঘুরতে যাচ্ছে আবার অনেকে নিজেদের আদি বাড়ি দেখতেও সেখানে যাচ্ছে।” বলেন তাহারিন।

ভিসা সমস্যা মেটাতে তৎপর বাংলাদেশ

বাংলাদেশের ভিসা নিতে গেলে খুব সমস্যা হয়। এর সমাধানের উপায় জানতে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের এই কর্তাকে। সেই প্রসঙ্গে তাহারিন বলেন-” আজ শনিবার মেলায় এই বিষয়টি নিয়ে আলোচনা হবে। ভিসা অন অ্যারাইভাল ভারত-বাংলাদেশের মধ্যে চালু করা যায় কিনা করতে গেলে কি কি দিক পূরণ করা দরকার এজন্য দু’দেশের মধ্যে কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা নিয়েই ওপেন ফোরামে আলোচনা হবে। বিশেষ করে আমাদের অসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরটিকে আধুনিকীকরণ করার জন্য প্রয়াসী হয়েছে। পাশাপাশি মেমোরেন্ডাম যেটা তৈরি করার কথা তা নিয়ে কথা বলব।”

যেসব জায়গায় পর্যটকদের আধিক্য

বাংলাদেশে এই মুহূর্তে পর্যটকদের আধিক্য রাঙামাটি, খাগড়াচুলি, বান্দারবনে। এছাড়া কক্সবাজার, সুন্দরবন তো আছেই। সুন্দরবনে আমরা উপকূল রক্ষীবাহিনীর সাহায্য নিচ্ছি। পর্যটকদের নিরাপত্তা যাতে অটুট থাকে।

বাংলাদেশে এখনও পৃথক কোন পর্যটনের অফিস নেই। তবে আমাদের প্ল্যান আছে আমরা পর্যটনের অফিস খুলব। বলেন- তাহারিন।

Published on: জুলা ১৩, ২০১৯ @ ১২:৫১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 6 =