পর্যটন মেলা ২০২২: আজ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে উদ্বোধন, থাকছে বাংলা সহ একাধিক রাজ্য

Main দেশ বিদেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: জুন ৯, ২০২২ @ ১৭:১৯

Update: Published on: জুন ১০, ২০২২ @ ০৮:৫৫

Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ৯ জুন:  আজ শুক্রবার কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সংলগ্ন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে শুরু হতে চলেছে পর্যটন মেলা ২০২২। এঈ পর্যটন মেলার আয়োজন করেছে “অ্যাসোসিয়েশন অব ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার্স অব বেঙ্গল। এবারের এই পর্যটন মেলাকে ঘিরে পর্যটন প্রেমীদের ভিতর প্রবল উৎসাহ দেখা দিয়েছে। ইতিমধ্যে পর্যটন মেলার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বিভিন্ন রাজ্য পর্যটন দফতর তাদের আকর্ষনীয় গন্তব্যের খোঁজ-খবর নিয়ে হাজির থাকছে। থাকছে বাংলাও।

বেঙ্গল ট্যুরিজম ফেস্ট কিংবা পর্যটন মেলা ২০২২ এর আহ্বায়ক সমর ঘোষ জানিয়েছেন- “ এবারের পর্যটন মেলা ২০২২ শুক্রবার ১০ জুন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে উদ্বোধন হতে চলেছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা তামিলনাড়ু পর্যটন দফতরের ডাইরেক্টর সন্দীপ নন্দুরি, ইন্ডিয়া ট্যুরিজম কলকাতার প্রাক্তন আঞ্চলিক অধিকর্তা জে পি শ, ছত্তিশগড় পর্যটন বিভাগের পর্যটন আধিকারিক চিন্ময় দাশগুপ্ত, তামিলানাড়ু ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের জেনারেল ম্যানেজার অঞ্জি রেড্ডি কে সহ আরও অনেকে।

এবারের পর্যটন মেলায় একদিকে যেমন দেশের ভিতরের নানা রাজ্যের পর্যটন কেন্দ্রের খোঁজখবর মিলবে ঠিক তেমনই থাকবে বিদেশের নানা গন্তব্যের খোঁজ-খবরও। ইতিমধ্যে পাঁচটি রাজ্য পর্যটন মেলায় অংশ নিতে চলেছে বলে সম্মতি জানিয়েছে। রাজ্যগুলি হল- তামিলনাড়ু, ছত্তিশগড়, তেলেঙ্গানা, গুজরাট ও পশ্চিমবঙ্গ। এর পাশাপাশি অন্যান্য বহু রাজ্য সরাসরি না থাকলেও তাদের অথোরাইজড এজেন্ট মারফত পর্যটনপ্রেমীদের সামনে হাজির থাকছে।

পর্যটন মেলার আহ্বায়ক সমর ঘোষ আরও জানিয়েছেন যে 85 টিরও বেশি ট্রাভেল এজেন্ট বাংলা, কাশ্মীর, লাদাখ, হিমাচল, ছত্তিশগড়, তেলেঙ্গানা, তামিলনাড়ু, রাজস্থান, কাশ্মীর, আন্দামান এবং ভারতের পর্যটন গন্তব্যে ট্যুর অফার করছে। এবং আরও অনেক এবং আন্তর্জাতিক গন্তব্য যেমন থাইল্যান্ড সিঙ্গাপুর দুবাই মালয়েশিয়া, মিশর  সহ অন্যান্য দেশ ভ্রমণেরও নানা তথ্য থাকছে এই পর্যটন মেলায়।

পর্যটন মেলা ২০২২ -এর প্রস্তুতি চলছে জোরকদমে। আজ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে তোলা ছবি। 

Published on: জুন ৯, ২০২২ @ ১৭:১৯

Update: Published on: জুন ১০, ২০২২ @ ০৮:৫৫


শেয়ার করুন